গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুর জেলার গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান মৌজার বড়াইবাড়ী গরুর হাট নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন হাটের ইজারাদার মোফাকখারুল ইসলাম স্বপন।
গত ১৫ মে বৃহস্পতি রাতে বড়বিল মন্থনা বাজারে কিছু ব্যক্তিবিশেষের উদ্যোগে যে “প্রতিবাদ সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে এবং যার সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমি মোফাকখারুল ইসলাম (স্বপন), বৈধভাবে জেলা প্রশাসনের অনুমোদনক্রমে বড়াইবাড়ী হাটের ইজারাদার হিসেবে নিয়োগপ্রাপ্ত। হাট পরিচালনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পূর্ণরূপে সরকারি নীতিমালা ও চুক্তিপত্র অনুসারে পরিচালিত হচ্ছে। এ বিষয়ে পূর্বে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয় এবং সেখানে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। সে আলোকে আমরা হাট পরিচালনা করে আসছি।
বড়াইবাড়ী হাটে নির্ধারিত হাটবারের পাশাপাশি যদি ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের সুবিধার্থে অন্য দিনেও পশু বা অন্যান্য পণ্য ক্রয়-বিক্রয় করে থাকেন, তাতে ইজারাদার হিসেবে আমার কোনো বেআইনি কার্যক্রম নেই। হাটের সময় ও দিন সংক্রান্ত যেকোনো বিভ্রান্তিকর তথ্য উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা।
আমি দৃঢ়ভাবে বলছি, আমি কোনো অনিয়ম, জুলুম বা হাটের ঐতিহ্য নষ্ট করার সঙ্গে যুক্ত নই। হাট সংক্রান্ত যেকোনো সমস্যা বা মতানৈক্যের সুষ্ঠু সমাধান প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত, সড়ক বা জনসমাবেশের মাধ্যমে নয়।
যারা আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদেরকে অনতিবিলম্বে এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেও বাধ্য থাকব।
আমি সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই।