নিজস্ব প্রতিবেদক :
ওয়ান ইলেভেনের পর থেকেই ভোরের কাগজ আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করছে। আওয়ামী লীগের এমন কোন এজেন্ডা নাই যে পত্রিকাটি বাস্তবায়ন করেনি। আওয়ামী লীগের অন্যতম দোসর শ্যামল দত্তের মাধ্যমে সাংবাদিকদের বিভিন্নভাবে অবৈধ সুযোগ-সুবিধা দেওয়ার মধ্য দিয়ে তারা প্লট, ফ্ল্যাট গাড়ি বাড়ির মালিক হয়েছেন।
পরপর বিনা ভোটের তিনটি নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য এমন কোন কাজ নাই তারা করেননি। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও ছাত্র জনতা হত্যার সাথে তাদের কেউ কেউ জড়িত আছেন।তাদের মধ্যে অন্যতম যারা তারা হলেন –
১. শ্যামল দত্ত
২. কামরুজ্জামান খান
৩. দেব দুলাল মিত্র
৪. হরলাল রায় সাগর
৫. সেবিকা দেবনাথ
৬. ঝর্ণা মনি
৭. অভিজিৎ ভট্টাচার্য
৮. মরিয়ম সেজুতি
৯. রুহুল আমিন
১০. ইখতিয়ার উদ্দিন
১১. মামুন আবেদিন
হাজার কোটি টাকার মালিক শ্যামল দত্তের নামে দুদক এবং বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দার অনুসন্ধানে যেসব তথ্যবেরিয়ে এসেছে। শ্যামল দত্তের ভারতে কয়েকটি আলিশান বাড়ি। অষ্ট্রেলিয়ায় একটা বিশ্ববিদ্যালয়ে মেয়ে লেখাপড়া করে। মেয়ের জন্য সেখানে ফ্ল্যাট কিনেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে শত কোটি টাকা পাচার করেছে বলে গোয়েন্দা সংস্থার তথ্যে বেরিয়ে এসেছে।
এছাড়া গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় ১০ কোটি টাকা খরচ করে হোয়াইট হাউসে বানিয়েছে।
গাজীপুরের ৩৫ বিঘা জমি কিনেছে।
পূর্বাচল ও উত্তরাতেও সাত কাঠা করে দুইটা প্লট আছে।
এই তালিকায় সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন ও সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান জুলাই হত্যা মামলার অন্যতম আসামি।
স্টাফ রিপোর্টার রুহুল আমিন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ছিলেন, বর্তমানে নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য। সে সিটি করপোরেশন থেকে দুইটা দোকান বরাদ্দ পেয়েছে।
সে রাজউক থেকে শান্তিনগরে ফ্ল্যাট পেয়েছে। ঝর্ণা মনি ও অভিজিৎ ভট্টাচার্য সাবেক ছাত্রলীগ নেতা।
ইখতিয়ার উদ্দিন পূর্বাচলে সাত কাঠা প্লট পেয়েছে।
ফটো সাংবাদিক মামুন আবেদিন সাত কাঠা প্লট পেয়েছে।
ঝর্ণা মনি ও রুহুল আমিন বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনের সাপ্লাইয়ার।