নিজস্ব প্রতিবেদক :
মাসুদুল হক। পেশায় সাংবাদিক। নিউজ এজেন্সি ‘ইউএনবি’র বিশেষ প্রতিনিধি।
স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি, যুক্তরাজ্যের লন্ডন আই, ফ্রান্সের আইফেল টাওয়ার সহ উন্নত বিশ্বের আইকনিক স্থাপনাগুলোর সামনে হাসিমুখে কিছুদিন অন্তর অন্তর ছবি তোলার সুযোগ পান সচিবালয় বিটের এই ‘আইকন’ সাংবাদিক।
বসবাস করেন বসুন্ধরা বারিধারার বাড়িতে বিলাসবহুল ফ্ল্যাটে, যেখানে কোটি টাকার ইন্টিরিয়র ডিজাইন করা হয়েছে। ইউএনবির মধ্যম শ্রেণীর বেতনে সাংবাদিকেরা যখন দৈনন্দিন খরচ মেটাতে হিমসিম খাচ্ছেন সেখানে মাসুদুল হক লাখ টাকা ব্যয় করে পৈতৃক বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খুরশীদ মহল গ্রামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
মধ্যবিত্ত কৃষক পরিবারের ছেলের এই আলাদীনের প্রদীপ হলো সচিবালয় ভিত্তিক ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)’ বিটের সাংবাদিক। বছরান্তে করেন ইলেকশান, বর্তমান সাধারন সম্পাদক তিনি।
চেহারায় রাজকুমার আর রাজারহালে চলা মাসুদুল হকের পুরো পরিবারের চলাফেরা-বেশভুষাও রাজপরিবারের মতো। গ্রামে ডুপ্লেক্স বাড়ি, মেয়েরা পড়াশোনা করেন রাজধানীর ব্যয়বহুল শিক্ষাপ্রতিষ্ঠানে, পুরো পরিবার নিয়ে ঘুরেছেন পৃথিবীর প্রায় অর্ধেক দেশে।
ময়মনসিংহ ও কিশোরগঞ্জের বেশ কয়েকজন জানিয়েছেন, জন্ম ময়মনসিংহে হলেও মাসুদুল আলমের একটা সময় কেটেছে কিশোরগঞ্জে। ২০০০ পরবর্তী সময়ে সেখানে তার সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ইউএনবির জেলা প্রতিনিধির সঙ্গে। ওই জেলা প্রতিনিধি ঢাকার একটি পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করলে মাসুদুল হক জেলা প্রতিনিধির দায়িত্ব পান।
অভিযোগ রয়েছে, কিশোরগঞ্জে জেলা প্রতিনিধি থাকাবস্থায় মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ছদ্মবেশে পঁচা ও নোংরা পরিবেশে রুটি তৈরির ‘অপরাধে’ স্থানীয় বেকারিতে অভিযান চালিয়ে বিতর্কে জড়ান।
এরপর বাঁকবদল করে সরাসরি ঢাকায় চলে আসেন তিনি। যোগদেন ইউএনবিতে। তখন বিএনপি-জামায়াত জোট সরকার, পেয়ে যান বিএনপি বিট। হঠাৎ ওয়ান-ইলেভেন নামক সেনাশাসনের পর মামলা-হামলায় বিধ্বস্ত বিরোধীদলের নিউজ কাভার ছেড়ে হয়ে যান সচিবালয় বিটের সাংবাদিক। ব্রান্ডের শার্ট-প্যান্ট-জুতো আর সবসময় হাতে থাকে সাংবাদিকতার নোটপ্যাড-কলম।
ইউএনবিতে তেমন কোন নিউজ না থাকলেও মন্ত্রণালয় বা মন্ত্রীদের এমন কোন সংবাদ সম্মেলন বা প্রোগ্রাম নাই যেখানে মাসুদুল হক অনুপস্থিত থাকবে। বসবেন মন্ত্রী-সচিবের ডানে অথবা বামে, যেন টিভির পর্দায় ফুটেজ ভেসে আসে।
অভিযোগ রয়েছে, মাসুদুল হকের আয়ের প্রধান উৎস তদ্বির ও নিয়োগ বাণিজ্য। টিভির পর্দায় ফুটেজ আসলেই তদ্বির প্রত্যাশী মক্কেলদের কাছে আস্থা সৃষ্টি হয়, চিনতে পারেন কর্মকর্তারাও। আবার মন্ত্রী-আমলাদের সুদৃষ্টি পেতে যে কোন প্রোগ্রামে তাকে তেলবাজি প্রশ্ন করতেই হবে।
সচিবালয় বিটের সাংবাদিক নেতা এবং আওয়ামী লীগের মন্ত্রী-আমলাদের সঙ্গে সখ্যতা থাকায় শেখ হাসিনা সরকারের এমন কোন রাষ্ট্রীয় অর্থের বিদেশ ট্যুর নাই যেখানে মাসুদুল হক ডানা মেলেননি। ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের সময় তথ্যপ্রযুক্তি বিটের সাংবাদিকেরা যেতে না পারলেও তিনি ছিলেন দৌড়ের আগে। রুগ্ন প্রতিষ্ঠান বিমান বাংলাদেশের রুট উদ্বোধনী ফ্লাইটে শুধুমাত্র সাংবাদিকদের ভ্রমণের কথা থাকলেও তিনি গেছেন পুরো পরিবার সহ।
ইসলামিক ফাউন্ডেশনের বিতর্কিত মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালকে নিয়ে গণমাধ্যমে যখন হইচই তখন মাসুদুল হকের স্ত্রীকে চাকরি দিয়েছেন ওই দপ্তরে, বর্তমানে সহকারি পরিচালক। আওয়ামী লীগ আমলে পরিবারের অনেক সদস্যসহ সর্বশেষ ভাগিনাকে ময়মনসিংহ জজ কোর্ট, ১৩ লাখ টাকার বিনিময়ে চাচাতো ভাইকে রেলওয়েতে চাকরি দিয়েছেন।
সাংবাদিকতা কোটায় ধর্মমন্ত্রণালয়ের ব্যয়ে হজ্ব পালনকারী বা সরকারি হাজী মাসুদুল হক গ্রামের ময়মনসিংহ বাড়ি ও ঢাকার বারিধারায় একজন সমাজসেবক। সৈয়দ মাসুদ ফাউন্ডেশনের (এসএমএফ) মাধ্যমে এলাকায় ঈদ-উৎসবে দক্ষিণ হস্তও তিনি।
সচিবালয় বিট কাভার করা ময়মনসিংহের একজন সাংবাদিক জানান, ওই বিটে ফসিহ উদ্দীন মাহতাবের মতো মাসুদুল হক বাৎসরিক পিকনিক/এজিএমে চমকপ্রদ উপহার সংগ্রহ করায় দারুণ পারদর্শী। যে কারণে ভোটের অংকে তিনি সর্বদা ‘জনপ্রিয়’।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস যেই মাত্র সরকার গঠন করলেন তার পাশে ছবি তোলা এবং কাছাকাছি ঘেঁষার পাশাপাশি ফ্যাসীবাদের বিরুদ্ধে ‘স্বোচ্চার’ সাংবাদিক। সর্বশেষ অর্ন্তবর্তী সরকারের আজারবাইজান প্রোগ্রামেও ব্যক্তি খরচে সফরসঙ্গী হয়েছেন। বিএনপি-আওয়ামী লীগ-ইউনূস সরকার যারাই আসুক হাওয়া বদল করে তাদের লোক হয়ে যান মাসুদ।
প্রশ্ন হলো- কসমস গ্রুপ’ এর মতো ‘পেশাদার’ গণমাধ্যম ইউএনবিতে চাকরি করে এতোকিছু কীভাবে সম্ভব? সেই বিষয়ে আসছি অন্যদিন।
সর্বশেষ অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার বা এ্যাক্টেডিটেশন কার্ড স্থগিত করে। কারণ সাংবাদিকদের বাইরেও হাজার হাজার দলীয় লোকজন, দালাল, তদ্বিরবাজ, ঠিকাদারদের হাতে সাংবাদিকদের জন্য নির্ধারিত এই কার্ড দেয়া হয়। যাচাই-বাছাই করে নতুনভাবে কার্ড ইস্যু করা হবে। কিন্তু এরই মধ্যে তদ্বিরবাজ সাংবাদিক মহল উদ্বেগ-উৎকণ্ঠায়। সচিবালয়ে প্রবেশে সেই কার্ডের আড়ালে কী হচ্ছেটা কী?