আব্দুল্লাহ মোহাম্মদ ওরহান :
“মানুষ গড়ার শুরু হয় সংসার থেকেই।”
সন্তান মানুষ হয় শুধু স্কুলে নয়, সবচেয়ে বেশি শেখে সংসারে।
বাবা-মায়ের আচরণই সন্তানের প্রথম পাঠশালা। সন্তান যখন দেখে, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল, মা বাবার প্রতি সহানুভূতিশীল—তখন সে শেখে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সম্মান করতে হয়।
বাবা যদি শেখান দায়িত্ব আর সংগ্রাম, মা যদি শেখান সহমর্মিতা আর আত্মসংযম—তবেই গড়ে ওঠে একজন পরিপূর্ণ মানুষ।
সন্তান মানুষ করার জন্য প্রয়োজন শুধু আদর নয়, দরকার দৃঢ়তা, সঠিক দিকনির্দেশনা আর প্রতিদিনের জীবনে একটা উদাহরণ হয়ে থাকা।
তাই আসুন, আমরা প্রথমে নিজেরা মানুষ হই, তাহলেই সন্তানও মানুষ হবে।