1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙামাটিতে সাংবাদিক কামালের ওপর যুবলীগ নেতার  হামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ মে ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগের করা চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব চন্দনাইশে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত রাঙামাটিতে সাংবাদিক কামালের ওপর যুবলীগ নেতার  হামলা চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের চাপায় ব্রিজ ভেঙে ব্যস্ততম সড়কে মরণ ফাঁদ ঠাকুরগাঁও দলিল লেখক সমিতির নির্বাচন, সভাপতি ওয়াদুদ, সম্পাদক মোজাম্মেল সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ হজযাত্রী এসএ টিভি: আওয়ামী দালাল ও নারী লোভীদের আখড়া চবির ৫ম সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন ফেসবুক-ইউটিউবসহ আ. লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

রাঙামাটিতে সাংবাদিক কামালের ওপর যুবলীগ নেতার  হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪ বার

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও পূর্বদেশ পত্রিকার সাংবাদিক এম. কামাল উদ্দিনের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়েছেন জেলা যুবলীগ নেতা মিলন নন্দী নান্টু। এতে গুরুতর আহত হন কামাল। পরে তাকে উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান তার সহকর্মী ও স্থানীয়রা। বুধবার বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ কালীন্দিপুরের বাজারফান্ড প্রশাসন ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগ নেতা মিলন নন্দী নান্টুকে প্রধান আসামি করে ৫-৬ শ্রমিকের বিরুদ্ধে মামলা দিয়েছেন হামলার শিকার সাংবাদিক কামাল।

জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজারফান্ড প্রশাসন ভবনের সংস্কার ও মেরামত কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ২২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ঠিকাদারি কাজটি একজন পাহাড়ি ঠিকাদারের নামে হাতিয়ে নিয়েছেন যুবলীগ নেতা নান্টু। এদিন সকালে ভবনটির তৃতীয় তলায় পাকা দেওয়ালের ইট ভেঙে সংস্কার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অরক্ষিত অবস্থায় কাজ করায় ভাঙা ইটপাটকেল সরাসরি গড়িয়ে পড়ছিল নিচতলার মেঝেতে। তখন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির নিচতলা অফিসে নামার সময় উপরতলা থেকে গড়িয়ে পড়া ইটপাটকেল থেকে অল্পের জন্য বেঁচে যান সাংবাদিক কামাল উদ্দিন। এতে তিনি প্রতিবাদ করে নিচে প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন।

 

এর ঘণ্টাখানেক পর ঠিকাদার নান্টু ৫-৭ জনের একদল শ্রমিক নিয়ে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সামনে কিল-ঘুসি ও নির্মাণ রড দিয়ে সাংবাদিক কামালের ওপর অতর্কিত এলোপাতারি মারধর করেন। এ সময় সঙ্গে রাখা একটি দামি মোবাইল ফোনসহ তার কাছ থেকে নগদ ১ লাখ টাকা হামলাকারীরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন কামাল। পরে তার সহকর্মী ও স্থানীয়রা গিয়ে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায় এবং কামালকে গুরুতর ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, নান্টু নিষিদ্ধ আওয়ামী যুবলীগের রাঙামাটি জেলা কমিটির সদস্য। তিনি দীর্ঘ ১৫ বছরের অধিক সময় ধরে দলের পদ ব্যবহার করে অসংখ্য ঠিকাদারি কাজ বাগিয়েছেন। গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তন হলেও এখনো দাপটের সঙ্গে ঠিকাদারি করে যাচ্ছেন এ নান্টু। প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন বুক ফুলিয়ে।

অভিযোগ আছে, রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এরশাদ মন্ডলের ঘনিষ্ট ঠিকাদার তিনি। এরশাদ ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী ডিপ্লোমা পরিষদের সভাপতি ছিলেন।

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক হিমেল চাকমা বলেন, রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের উপরের তলায় বেশ কয়েকদিন ধরে সংস্কার কাজ চলছিল। যার কাজটি করছেন মিলন নন্দী নান্টু। বুধবার সকালে অরক্ষিত অবস্থায় দেওয়াল ভেঙে সংস্কার কাজ করার সময় রিপোর্টার্স ইউনিটির মূল ফটকে উপর থেকে বিভিন্ন আকার প্রকৃতির ইটপাথর নিচে পড়ছিল।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, কামালের ডান চোখের উপর কপালে জখম হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শাহেদ উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার প্রাথমিক তদন্ত হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে রাঙামাটি সদর হাসপাতালে আহত কামাল উদ্দিনকে দেখতে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দোকার রেজউল করিম, সদস্য হাবীব আজম, মিনহাজ মুরশীদ, জেলা বিএনপি নেতা আলী বাবর, সাংবাদিক ও বিভিন্ন স্তরের লোকজন। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিক কামালের ওপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় কঠোর শাস্তির দাবি করেছেন সাংবাদিক ও বিভিন্ন মহল।

জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, এটি অত্যন্ত নিন্দনীয়। ন্যাক্কারজনক এ ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হবে। আমরা বিষয়টি দেখব। কাজটি আপাতত বন্ধ রাখতে বলা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net