1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সার্কুলার জারি এজেন্ট ব্যাংকিংয়ে ৫০ শতাংশ হবেন নারী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

সার্কুলার জারি এজেন্ট ব্যাংকিংয়ে ৫০ শতাংশ হবেন নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩ বার

নিজস্ব প্রতিবেদক :

এজেন্ট ব্যাংকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক। এজন্য আগামীতে এ সেবায় এজেন্ট নিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলোকে অন্তত ৫০ শতাংশ নারী এজেন্ট নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়, সময়ের সাথে সাথে এজেন্ট ব্যাংকিং এর চাহিদা ও গুরুত্ব ব্যাপক বৃদ্ধি পেয়ে চলেছে এবং গ্রাহকদের এজেন্ট ব্যাংকিং পরিষেবা গ্রহণ সহজতর ও সহজলভ্য হচ্ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে গ্রামীণ এলাকায় এজেন্ট ব্যাংকিং সুবিধা চালু হওয়ায় নারী গ্রাহকদের অংশগ্রহণ উল্লেখযোগ্য মাত্রায় হলেও নারী এজেন্টের সংখ্যা এখন পর্যন্ত খুবই সীমিত পর্যায়ে রয়েছে। আর্থিক লেনদেনে নারীর সক্ষমতা ও নারীর অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য নারীবান্ধব ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এমন অবস্থায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে নারী উদ্যোক্তাদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে এখন থেকে ভবিষ্যৎ এজেন্ট নিয়োগের ক্ষেত্রে অন্যূন ৫০ শতাংশ নারী এজেন্ট নিশ্চিত করতে হবে।

এর আগে গত মার্চে এক অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিংয়ে বাংলাদেশ খুবই ভালো করছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, শিগগিরই এ খাতের ৫০ শতাংশ এজেন্ট নারীরা হবেন। এ বিষয়ে দ্রুতই সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net