1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ভূয়া সিআইডি পরিচয়ে শিক্ষককে  অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক দুই প্রতারক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি) সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জনতার ধাওয়ায় ডাকাতদলের পলায়ন, পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, উদ্ধার -৩ ঈদগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী মুফিজের নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন  শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ সিরাজদিখানে সরকারি কর্মচারী মাদকসেবি রোমান কর্তৃক প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীগঞ্জে ডেভিল হান্ট ফেইজ-২বিশেষ অভিযানেজসিম উদ্দিন গ্রেফতার  ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দেশে ফিরতে ‘ট্রাভেল পাসের’ জন্য আবেদন করেছেন তারেক রহমান

নবীগঞ্জে ভূয়া সিআইডি পরিচয়ে শিক্ষককে  অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক দুই প্রতারক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৪৯ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামে সিআইডি পরিচয়ে অভিযান চালিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে অপহরণের চেষ্টা করে দুই প্রতারক। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় জনতার সাহসিকতায় ঘটনাস্থলেই ধরা পড়ে যান অভিযুক্তরা।জানা যায়, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রতন দাশের বাড়িতে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে নিজেদেরকে সিআইডির সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন। তারা দাবি করেন, পলাশের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

শিক্ষক পলাশ রতন দাশ জানান, তারা প্রথমে এসে জয়ন্ত সরকার নামে একজনকে চেনেন কিনা জানতে চান। এরপর বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি পরিচয় দিই যে আমি একজন শিক্ষক, তখন তারা বলেন—আপনি আওয়ামী লীগ করেন, তাই আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে। আমি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং তাদের ঘিরে ধরে। পরিচয় জানতে চাইলে তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি।স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই দুই ব্যক্তিকে আটকে রেখে কুর্শি ইউনিয়ন পরিষদে নিয়ে যান এবং ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।পরে আটক দুই ব্যক্তি নিজেদের ভিন্ন পরিচয় দেয়। এক পর্যায়ে একজন কখনও পরিচয় দেয় বি-বাড়িয়ার সরাইল থানার বণিকপাড়ার মৃত লুৎফুর রহমানের ছেলে মহিবুর রহমান পান্না (৪২) আবার বলে, সে আগে হিন্দু ছিল, তখন নাম ছিল নরোত্তম, বাবার নাম হেমন্ত। অন্যজন নিজেকে সুনামগঞ্জ জেলার পার্বত্যপুর গ্রামের মনাফ  মিয়ার ছেলে আমির হোসেন (৪০) বলে দাবি করে। সিআইডি পরিচয় কোনো কিছু পাওয়া যায় নাই।তাদের কাছ থেকে একটি রানার ১০০ সিসি মোটরসাইকেল, দুটি মানিব্যাগ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, সিআইডি পরিচয়ে অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, প্রতারক চক্র এখন নানা কৌশলে গ্রামে ঢুকে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ফাঁদে ফেলছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net