সাবেক সচিব ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর স্বতন্ত্র পরিচালক ও এনআরসি চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কোম্পানীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
সরকার ঘোষিত পে-কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জাকির আহমেদ খানকে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
২৭ জুলাই ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের কোম্পানীর প্রধান কার্যালয়ে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এ শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় কোম্পানীর পরিচালক কাজী মাহমুদা জামান, পরিচালক বিলকিস নাহার, উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান ও এইচআরডি প্রধান মোঃ এনামুল হক উপস্থিত ছিলেন।