শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাহাঙ্গীর আলমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় ইউএনও মো: জাহাঙ্গীর আলম বলেন, “সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তস্ম। আপনাদের পরামর্শ নিয়ে সুন্দর উপজেলা গড়তে চাই।
সভায় স্থানীয় সাংবাদিকগন বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভ‚মি শেখ তাকি তাজওয়ার, নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।