চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর পরিবার কর্তৃক সুমাইয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত সুমাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের মধ্যম হাজারীপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে মো: লোকমানের স্ত্রী ও কুমিল্লার আদর্শ সদর থানার রঘুপুর এলাকার মো: সেলিম মিয়ার মেয়ে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় একই ইউনিয়নের হাজারীপাড়া গ্রামে। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের পিতা সেলিম মিয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে সুমাইয়ার স্বামী সহ স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর পূর্বে পারিবারিকভাবে লোকমান ও সুমাইয়ার শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। নিহত সুমাইয়াকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কারণে তার স্বামী লোকমান, শ্বশুর মনু মিয়া, শ্বাশুড়ী সালেহা বেগম ও ননদ মনছুরা আক্তার সহ স্বামীর পরিবারের লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো। এ ঘটনা জানার পর সুমাইয়ার বাবা-মা তার সংসারের সুখের কথা চিন্তা করে সুমাইয়ার স্বামী লোকমানকে মোটা অংকের টাকা দিয়ে বিদেশ পাঠায়। এছাড়াও বিভিন্ন সময় তাকে আরও অর্থ সহায়তা প্রদান করে বলে জানা গেছে। ঘটনারদিন বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের এক পর্যায়ের সুমাইয়ার স্বামী ও তার পরিবারের লোকজন তাকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার করেছে বলে প্রচার করে। কিন্তু, নিহতের মা-বাবা সহ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ঘটনাটি পরিকল্পিত হত্যা। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) হিশাম উদ্দিন জুনায়েদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীর পরিবারের সকলে পলাতক রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূ সুমাইয়ার পিতা সেলিম মিয়া বাদী হয়ে স্বামী লোকমান সহ পরিবারের অপরাপর সদস্যদের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত সুমাইয়ার পিতা সেলিম মিয়া জানান, তারা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সে আত্মহত্যা করেনি। আমি থানায় হত্যা মামলা দায়ের করেছি। আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করছি।
মা বিলকিস বেগম বলেন, মেয়ের সুখের কথা চিন্তা করে জামাইকে বিদেশ পাঠানোর জন্য মোটা অংকের টাকা দিয়েছি। মেয়েকে অত্যাচার না করার জন্য যখনই টাকা চাইতো তখই সাধ্যমত টাকা দিতাম। আমার মেয়েকে তারা কিভাবে হত্যা করলো? আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের উপযুক্ত বিচার চাই।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।