1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ রাধাপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ, "হাজী কমর উদ্দিন সৃতি পাঠাগার" উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায়  ঈদগাঁওয়ে নারীসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ আমরা ভারতের কাছ থেকে পানির হিস্যা আদায় করবো -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর  ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে মানবিক ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ বস্তুনিষ্ঠ সংবাদই প্রকৃত সাংবাদিকতার পরিচয়: প্রেস কাউন্সিল সচিব ঈদগাঁওয়ে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক ক্যাপসিকাম চাষে আগ্রহ বাড়ছে নবীনগরে, ১০ বিঘা জমিতে আবাদ আনোয়ারা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বদনী গ্রেপ্তার

নবীগঞ্জ রাধাপুরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ, “হাজী কমর উদ্দিন সৃতি পাঠাগার” উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩১০ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিগলবাক ইউনিয়নে রাধাপুর গ্রামে “হাজী কমর উদ্দিন সৃতি গণপাঠাগার” উদ্বোধন করা হয়। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে অবশেষে রাধাপুর গ্রামে এই প্রথম একটি নতুন পাঠাগার উদ্বোধন করা হলো। এলাকার মানুষের জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশে এটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। শনিবার বিশিষ্ট কবি সাহিত্যিক ও সমাজসেবী মোঃ শিহাব আহমদ সোহাগ মিয়ার সভাপতিত্বে এবং মাওঃ ডাক্তার মোঃ আজমল হুসাইন মোহনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন। উদ্বোধক মাওঃ মোঃ আশরাফ আলী সাবেক ভাইস চেয়ারম্যান- নবীগঞ্জ উপজেলা পরিষদ, প্রধান অতিথি মোঃ আবু সালেহ আহমদ ইতিহাস ও লোকজ সংস্কৃতি গবেষক, সভাপতি, ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম, প্রধান আলোচক মোঃ মাসুদ করিম বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তাজপুর ডিগ্রি কলেজ সিলেট, বিশেষ অতিথি কাজী শাহেদ বীন জাফর সহ-সভাপতি ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম, কাজী এম হাছান আলী কবি সাহিত্যিক, বিশেষ অতিথি মোঃ গৌছুজ্জামান চৌধুরী লেখক ও সাংবাদিক, বিশেষ অতিথি শেখ ছাদেক ইমতিয়াজ, দৈনিক ঢাকা প্রতিদিনের নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি সাংবাদিক জুয়েল আহমদ সহ আরো অনেক। অতিথি ও স্থানীয়দের উপস্থিতিতে এই পাঠাগারটির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক মাওলানা মোঃ আশরাফ আলী  বলেন, আজকের এই দিনে আমি আনন্দিত যে একটি গ্রামীণ এলাকায় পাঠাগার প্রতিষ্ঠা করা হলো। এটি শুধু বই পড়ার একটি স্থান নয়, বরং এলাকার সকল স্তরের মানুষের জন্য জ্ঞান অর্জনের একটি কেন্দ্র হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগেও একটি সুন্দর পাঠাগারের গুরুত্ব অপরিসীম। এটি মানুষকে ভালো বইয়ের সান্নিধ্যে এনে তাদের চিন্তাভাবনাকে উন্নত করবে। উক্ত অনুষ্ঠানের সভাপতি ও হাজী কমর উদ্দিন সৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ শিহাব আহমদ সোহাগ বলেন রাধাপুর গ্রামের স্থানীয় মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল একটি পাঠাগার স্থাপনের, যা আজ পূরণ হলো। তাই নিজ উদ্যোগে এবং সমাজের কিছু ব্যক্তির সহযোগিতায় এই পাঠাগারটি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এখানে বইয়ের সংখ্যা প্রায় ১০০০ বই নিয়ে যাত্রা শুরু হলেও, ভবিষ্যতে বই সংগ্রহ আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এই পাঠাগারটি এলাকার শিক্ষার্থী, শিক্ষক, এবং সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে। এটি শুধুমাত্র জ্ঞানভিত্তিক আলোচনা ও বিতর্কের ক্ষেত্রই তৈরি করবে না, বরং এলাকার সাংস্কৃতিক পরিবেশকেও সমৃদ্ধ করবে। “হাজী কমর উদ্দিন সৃতি পাঠাগার” নিঃসন্দেহে এলাকার সামাজিক ও শিক্ষাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার মানুষের এই দীর্ঘদিনের আশা পূরণ হওয়ায় তারা আনন্দিত ও কৃতজ্ঞ। পরিশেষে উদ্বোধক ও প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের সম্মাননা প্রধানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net