ঈদগাঁও,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র প্রতিনিধি কর্মশালা শনিবার (২৩ আগষ্ট) সম্পন্ন করেছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা ছলিম উল্লাহ জিহাদী এবং পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা নুরুল আজিম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ-পরিচালক ও সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন এবং সদস্য সচিব ও জেলা সাংগঠনিক সম্পাদক আল-আমিন মু. সিরাজুল ইসলাম।
এছাড়া কর্মশালায় উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি, উপজেলা সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা সভাপতি মোরশেদুর রহমান, শিবির নেতা মু. আব্দুল্লাহসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অনন্যদের মধ্যে ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মো. হাকিম আলী, জালালাবাদ ইউনিয়ন আমির ডা. সোলাইমান মোর্শেদ, ইসলামাবাদ ইউনিয়ন সভাপতি মাওলানা হারুনর রশীদ, ঈদগড় ইউনিয়ন আমির দিদারুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন এবং পোকখালী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আলম প্রমুখ অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, নির্বাচন হচ্ছে জনতার ভোটাধিকার আদায়ের অন্যতম পথ। এজন্য প্রতিটি ভোট কেন্দ্রে সুশৃঙ্খল, সাহসী ও দক্ষ প্রতিনিধি গড়ে তোলা জরুরি। বক্তারা আরও বলেন, ভোটের দিন কেন্দ্রভিত্তিক প্রতিনিধিরা হবে সংগঠনের হাতিয়ার। এজন্য প্রয়োজন প্রশিক্ষণ, দায়িত্ববোধ ও আল্লাহর উপর ভরসা রেখে কাজ করার।