1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যতিক্রমী আয়োজন  শিক্ষাবৃত্তি, মেধাবী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যতিক্রমী আয়োজন  শিক্ষাবৃত্তি, মেধাবী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা  আড়াই দশক ধরে অন্যের স্ত্রীকে নিয়ে সংসার করছেন লিটন, প্রবাসীর স্ত্রীর দিকেই নজর লিটনের মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের হামলায় যুবক আহত রুহুল আমিন গাজীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: আলোচনা সভায় বক্তারা যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ তুহিন চলে গেলো না ফেরার দেশে.. মহেশখালীতে ডাকাতি, মাছসহ ১০লাখ টাকার মালামাল লুট মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  রাতভর বৃষ্টি, ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যতিক্রমী আয়োজন  শিক্ষাবৃত্তি, মেধাবী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা 

মোঃ ওমর ফারুক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন শুভপুর ইউনিয়ন, কাদৈর বাজারে অবস্থিত ইসলামী সমাজ কল্যান পরিষদের উদ্যোগে এবং এফএমএন বিজনেস এসোসিয়েটস লিঃ এর সৌজন্যে ২৭ সেপ্টেম্বর শনিবার সকালে কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে ৫নং শুভপুর ইউনিয়নের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি এবং ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ-১০ম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে রাসুলের জীবনাদর্শ বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং অত্র ইউনিয়নের (২৭ জন) গুনীজনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ২৭ জন গুনীজন, ১৬৫ জন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও সম্মাননা প্রদান করার এই ব্যতিক্রমী আয়োজন ছিল চোখে পড়ার মত। কারণ শুভপুর ইউনিয়নে এই প্রথম কোন প্রতিষ্ঠানের উদ্যোগে স্থানীয় গন্যমান্য লোকদের নিয়ে এতবড় আয়োজন উপস্থিত অতিথিদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে স্থায়ীরা জানায়।

অনুষ্ঠানের শুরুতে হাফেজ মাহফুজুর রহমানের কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আলোচনার প্রারম্ভে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা নুরুল হক। এরপর সংগঠনের পরিচিতি ও বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম তুলে ধরনের সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক মোদাচ্ছের আলম।

সহ-সভাপতি অধ্যক্ষ মো: ওমর ফারুক এর সঞ্চালনায় এবং সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, প্রকৌশলী মোঃ মোরশেদ আলম।

অনুষ্ঠানের সবশেষে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন এইচএনএম শফিকুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সফল উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা সভাপতি, ধনিজকরা শিক্ষা কমপ্লেক্স।

আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,আলহাজ্ব আব্দুল জলিল মাদানী, সভাপতি, বাংলাদেশ মুয়াল্লিম হাজী কল্যাণ ফাউন্ডেশন, মোঃ আব্দুল আউয়াল, প্রধান শিক্ষক, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি। মোহম্মদ হানিফ মজুমদার, প্রধান শিক্ষক, ফরিদা বিদ্যায়তন, কুমিল্লা, মোঃ ইদ্রিস মিয়া, প্রধান শিক্ষক, লাকসাম উতড্ডা উচ্চ বিদ্যালয়, মাওলানা আলী আক্কাস, বিশিষ্ট শিক্ষানুরাগী গৌবিন্দপুর দাখিল মাদরাসা কমিটির সভাপতি মোঃ আবদুল মান্নান, আল আজহার মাদরাসা ট্রস্টি বডির সদস্য শেখ আহম্মেদ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোজাম্মেল হক।

এছাড়া আরো বক্তব্য রাখেন, সংগঠনের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফয়সাল, মিডিয়া ও প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুূূদ সাগর ও সহ সভাপতি মাওলানা আবু নাসের, কাদৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পায়ের খোলা হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সফিউল্লাহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এইচ এন এম শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন হলেও আজ সময় এসেছে অতীতের সকল গ্লানি মুছে দিয়ে শুভপুরকে একটি আধুনিক, উন্নত সমৃদ্ধ, ইসলামী মুল্যবোধে বিশ্বাসী ও শিক্ষা বান্ধব শুভপুর গঠন করা। বিগত দিনে এই সংগঠনে মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

তিনি আরো বলেন, ইসলামী সমাজ কল্যান পরিষদের জন্য আজকের এই ব্যতিক্রমী দিনটি আমাদের মাঝে দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে। আজকের বৈচিত্র্য আয়োজন আমাদের অনুপ্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি, কারণ আপনারা জানেন, আমাদের ৫নং শুভপুর ইউনিয়নে এতবড় উদ্যোগ নিয়ে কোন প্রতিষ্ঠান বা অন্যকোন সামাজিক সংগঠন বিগত সময়ে কেউ করতে পারেনি। তাই আমি মনে করি, শুভপুর ইউনিয়নের প্রতিটি সমাজকে আলোকিত সমাজ হিসেবে প্রতিষ্ঠা করা এবং শিক্ষাবান্ধব একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হলে সকলের ঐক্যবদ্ধতা একান্তই প্রয়োজন।

ইসলামী সমাজ কল্যান পরিষদ একটি অরাজনৈতিক ইসলামী মুল্যবোধে বিশ্বাসী একটি সামাজিক সংগঠন।

তাই আসুন দল ও মতের উর্ধ্বে উঠে, সকল অপশক্তিকে পেছনে ফেলে, আগামীর প্রজন্মকে আমরা একটি সুন্দর ও আলোকিত সমাজ উপহার দিবো, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা।

এসময় শুভপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।

সবশেষে সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান এর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net