টঙ্গী প্রতিনিধি, গাজীপুর :
গাজীপুরের টঙ্গীর গুটিয়া গ্রামের লিটন সরকারকে নিয়ে এলাকায় চলছে তীব্র সমালোচনা।
প্রায় আড়াই দশক আগে নিজের প্রবাসী চাচাতো ভাই আলমগীর সরকারের স্ত্রী ও দুই সন্তানের জননীকে ফুসলিয়ে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। পরে সামাজিকভাবে সালিশের মাধ্যমে প্রবাসীর স্ত্রীকে বিয়ে করতে বাধ্য হন।
তবে আজও তার প্রকৃত স্বামী আলমগীর স্ত্রীকে তালাক দেননি।একইভাবে ওই স্ত্রীও প্রবাসী স্বামীকে তালাক দেননি। ফলে দীর্ঘ প্রায় আড়াই দশক ধরে তালাক ছাড়াই লিটনের সংসারে বসবাস করছেন আলমগীরের স্ত্রী।
প্রবাসী আলমগীর সরকার বিষয়টির সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, “লিটন যখন ওই ঘটনা ঘটায় তখন আমি দেশের বাইরে ছিলাম। ঘটনার ৫ বছর পর দেশে আসলেও আমি বাধ্য হয়েছিলাম চুপ থাকতে। তবে আমার স্ত্রীর সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি। আমার ঘটনা তো অনেক আগের। এখন যা হচ্ছে তা আরও ভয়াবহ। আমি বললে অসুবিধা আছে। আপনারা খোঁজ নেন।
এদিকে তালাক কার্যকর ছাড়া পরবর্তী বিয়ে বৈধ হয়নি বলে জানিয়েছেন আলেমরা। টঙ্গীর আর র্যাইয়ান ইন্টার ন্যাশনাল মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা রেদোয়ান উল্লাহ র্যাইয়ান বলেন, তালাক দিতে হয় স্বামীর পক্ষ থেকে। তবে স্বামী যদি স্ত্রীকে অনুমতি দেন এবং শরিয়ত সম্মত কোনো কারন উদ্ভব হয় কেবল তখনই স্ত্রী তালাকের ক্ষমতা প্রয়োগ করতে পারে। আর প্রথম স্বামীর সঙ্গে তালাক কার্যকর হওয়া ছাড়া পরের বিয়ে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই।প্রবাসীর স্ত্রীকে বিয়ের পর লিটনের সংসারে একে একে তিন ছেলের জন্ম হয়। বড় ছেলে এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ালে বাধ্য হয়ে পারিবারিকভাবে তাকে বিয়েও করানো হয়েছে। কিন্তু দীর্ঘ সময়ের পরিক্রমায়ও লিটনের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জমির দালালি করে আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় লিটন বেপরোয়া জীবন-যাপন করেন। প্রায় সময়ই খালের পাশে থাকা তার বাংলো বাড়িতে সাঙ্গপাঙ্গদের নিয়ে নেশার আসর বসান। ভাড়া করে নারী আনা, ঝগড়া-বিবাদে জড়ানো তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিবেশীরা এসব কার্যকলাপে বিরক্ত হলেও ঝামেলা এড়াতে মুখ খোলেন না কেউ।
কয়েকমাস আগে লিটনের নজর পড়ে তারই প্রবাসী ফুফাতো ভাইয়ের স্ত্রী দিকে। ওই প্রবাসীর স্ত্রীও দুই সন্তানের জননী। অভিযোগ উঠেছে, প্রায়ই তিনি ওই নারীর সঙ্গে রাত্রীযাপন করেন। এ ঘটনাটি হাতেনাতে ধরে ফেলেন লিটনের বড় ছেলে। বাবাকে রাতের বেলা ওই নারীর ঘরে পেয়ে চালান ভাংচুর। সুকেসের কাচ ভাংতে গিয়ে হাতে গুরুতর জখম হলে ঢাকায় নিয়ে চিকিৎসা দিতে হয়। তখন দ্বিতীয় সম্পর্কের বিষয়টি নিয়ে এলাকার লোকজনের মধ্যে তিব্র ক্ষোভ সৃষ্টি হয়।
শুধু অন্যের স্ত্রীর দিকে নজরই নয় রাজনৈতিক পরিচয়ের দিক থেকেও বিতর্কে রয়েছেন লিটন। স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় তিনি আওয়ামী লীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে হঠাৎই বিএনপি নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। নিয়মিত বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করতেও দেখা যাচ্ছে তাকে।
শ্যা/বা/তা/বাপ্পি