‘জুলাই সনদে’ এনসিপির স্বাক্ষর না করাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার রাজধানীতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এটা মোটেই ভালো লক্ষণ নয়। আমাদের চিন্তা হতে হবে মৌলিক, কাজ হতে হবে শ্রমিকের অধিকার রক্ষার জন্য।’
‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বেশির ভাগ রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছি। এটি রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরো স্বচ্ছ করার একটি ইতিবাচক উদ্যোগ।’
পুলিশ ও ছাত্রদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘এই ঘটনা কোনোভাবেই ভালো বার্তা দেয় না। আওয়ামী লীগ গত ১৫ বছরে যে জঞ্জাল তৈরি করেছে, তা এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়।’