1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ

পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২ বার

পুরানা পল্টন এলাকার সামাজিক সংগঠন ‘পুরানা পল্টন সোসাইটি’ আজ (৮ নভেম্বর ২০২৫) এক সফল জনসচেতনতা র‍্যালি আয়োজন করেছে। র‍্যালিটি শুরু হয় সকাল ১১টায় লিটল জুয়েলস স্কুলের সামনে থেকে এবং শেষ হয় পুরো পুরানা পল্টন এলাকা প্রদক্ষিণের মাধ্যমে।

র‍্যালির নেতৃত্ব দেন পুরানা পল্টন সোসাইটির সভাপতি জনাব আবু খালিদ মোহাম্মদ বরকতউল্লাহ, সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব ফারুক আহমেদ সরদার ও কোষাধ্যক্ষ জনাব আব্দুল ওদুদ।

র‍্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ বলেন, “দিন দিন পুরানা পল্টন এলাকা মাদকাসক্ত ও মাদক বিক্রেতাদের অন্যতম আখড়ায় পরিণত হচ্ছে, যা এ এলাকার তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত ভয়াবহ ও উদ্বেগজনক। একজন দায়িত্বশীল ও স্থায়ী বাসিন্দা হিসেবে আমরা আর চুপ থাকতে পারি না। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় এখনই সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে নামতে হবে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “পুরানা পল্টনের রাস্তাগুলো আজ স্থায়ীভাবে দখল হয়ে আছে অবৈধ দোকান, অযাচিত গাড়ি পার্কিং, রিকশা ও পিকআপ ভ্যানের স্ট্যান্ডে। এর ফলে প্রতিনিয়ত এলাকায় যানজট ও চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এখন সময় এসেছে—আমরা নিজেরাই আমাদের এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনবো।”

তাঁরা আরও আহ্বান জানান, এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও অবৈধ দোকান ও পার্কিং দখল প্রতিরোধে সবাইকে সচেষ্ট হওয়ার জন্য।

র‍্যালির মূল উদ্দেশ্য ছিল—এলাকার সকল বাসিন্দা, দোকান মালিক ও জমির মালিকদের সচেতন করে তোলা যাতে যৌথভাবে মাদকমুক্ত, যানজটমুক্ত ও পরিচ্ছন্ন পুরানা পল্টন গড়ে তোলা যায়।

বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে র‍্যালিটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় এই কর্মসূচি, যা পুরানা পল্টনবাসীর ঐক্যের প্রতীক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net