1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশলয় বালিকা বিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান কিশলয় বালিকা বিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক দিল্লির শ্রেষ্ঠ বিকল্প বিএনপি: ভূুতের মুখে রাম নাম পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত  বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি কুমিল্লা-৯ আসন লাকসাম-মনোহরগঞ্জে ধানের শীষের প্রচারে জোয়ার সৃষ্টি হয়েছে খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের জেলা প্রধান সমন্বয়ক হলেন নিজাম উদ্দিন

কিশলয় বালিকা বিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৭ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

শিক্ষার মান উন্নয়ন, গুণগত মান নিশ্চিতকরণ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক ড. শফিউল আজম শফি।

 

রবিবার (২৫ জানুয়ারি) সকালে তিনি উপজেলার কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিলো শিক্ষার পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া এবং প্রতিষ্টানের স্বীকৃতি নবায়ন।

 

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি এবং সার্বিক অবকাঠামো পর্যবেক্ষণ করেন। তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেন। শিক্ষার্থীদের ঝরে পড়া ও উপস্থিতির বিষয়ে নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। এছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি অভিভাবকদের সঙ্গে শেয়ার করা ও শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ করতে ও অনুপস্থিত শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করতে হোম ভিজিটের নির্দেশনা দেন।

 

এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক ঈদি আমিন চৌধুরী, নাজমা সিদ্দিকী,  জয়নাব বাহার সিদুল শর্মা, এহেছানুক হক, এহেছান আল মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

বিদ্যালয় পরিদর্শনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, কর্তৃপক্ষের এমন তদারকি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net