রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা ও পৌর শ্রমিকলীগের সভাপতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।
বৃহস্পতিবার রাতে রামগড় বাজারে ধানের শীষের সমর্থনে বিএনপির নির্বাচনি গণসংযোগ কর্মসূচি চলাকালীন ধানের শীষের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে যোগদান করেন। যোগদানকৃতরা হলেন, রামগড় উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও পৌর শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান।
যোগদানকৃতরা বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া ২০০১-২০০৬ এ এমপি থাকাকালীন পিছিয়ে পড়া এ অঞ্চলের মানুষের জন্য যে উন্নয়ন করেছে তা আজ পর্যন্ত কেউ করতে পারেননি। ওনার শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির বার্তার কারনেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান।