1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিল্লির শ্রেষ্ঠ বিকল্প বিএনপি: ভূুতের মুখে রাম নাম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দিল্লির শ্রেষ্ঠ বিকল্প বিএনপি: ভূুতের মুখে রাম নাম পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত  বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি কুমিল্লা-৯ আসন লাকসাম-মনোহরগঞ্জে ধানের শীষের প্রচারে জোয়ার সৃষ্টি হয়েছে খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের জেলা প্রধান সমন্বয়ক হলেন নিজাম উদ্দিন অল্প জমিতে বড় সম্ভাবনা: নবীনগরে সুইট কর্ণ চাষে সাফল্য দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

দিল্লির শ্রেষ্ঠ বিকল্প বিএনপি: ভূুতের মুখে রাম নাম

গণমাধ্যম মন্তব্য প্রতিবেদন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১ বার

গণমাধ্যম মন্তব্য প্রতিবেদন

দিল্লির শ্রেষ্ঠ বিকল্প বিএনপি: ভূুতের মুখে রাম নাম

শুনতে অবাক লাগলেও বিএনপিই এই মুহূর্তেনয়া দিল্লির শ্রেষ্ঠ বিকল্প। এ কিসিমের শোরগোলশুরু হয়েছে বাংলাদেশবিরোধী ভারতীয় গণমাধ্যমে। সম্প্র্রতি আনন্দবাজার পত্রিকায় একাত্তরের চেতনায় এধাঁচের একটি মন্তব্য করেছেন করেছেন ভারতীয় এক সাংবাদিক যাকে বিএনপির জাতশত্রু আখ্যা দিলেওকমই বলা হবে। ফলে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি সহায়কএই মন্তব্যকে ভূতের মুখে রাম নাম কিনা ভেবে দেখার যথেষ্ট অবকাশ রয়েছে। বাংলাদেশে ঢাকা-দিল্লি অভিন্ন একাত্তরের চেতনায় ক্ষমতামোহগ্রস্ত রাজনীতিবিদের কমতি নেই। এমন মন্তব্যে তাঁরা পুলক অনুভব করবেন এটাই স্বাভাবিক। তবে সঙ্গত কারনেই এতে রয়েছে সংশয়-সন্দেহ উদ্রেগের যথেষ্ট উপাদান। কেননা, মন্তব্যকারীর সর্বজনবিদিত পরিচয় এবং বিগত সময়ের কর্মকান্ড বিশেষ করে বিএনপির চরিত্র হননে তাঁর নিত্য প্রয়াসের সাথে সাম্প্রতিক বয়ানটির বিন্দুমাত্র মিলখুঁজে পাওয়া যাচ্ছে না। মূল আপত্তি ও বিপত্তি এখানেই।

এই বহুল আলোচিত-অপ্রত্যাশিত মন্তব্যটি করেছেন বাংলাদেশবিরোধী প্রচারণায় সিদ্ধহস্ত ও নিবেদিত প্রাণ সাংবাদিক সুবীর ভৌমিক।ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ সাথে তাঁর ঘনিষ্ঠতার খবর সবারই জানা। বাংলাদেশ সংক্রান্তফরমায়েশিসাংবাদিকতায় তাঁর রয়েছে বিশাল কর্মযজ্ঞ। এক সময়ে তিনি বিবিসি ও পিটিআইয়ের হয়েও কাজ করেছেন। সাংবাদিক সুবীর ভৌমিকের বাংলাদেশ বিদ্বেষ এতটাই প্রকট যে, খোদ শেখ হাসিনার সরকার ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর অফিস থেকে বিজ্ঞপ্তি জারী করে তাঁর অপসাংবাদিকতার জানান দিয়েছিলেন। তাতেওতিনি দমে যাননি। সুবীর ভারতীয় গোয়েন্দা সংস্থাটির ছক অনুযায়ী ধারাবাহিকভাবে ভুয়া সংবাদ পরিবেশন করে গেছেন। বাংলাদেশে কথিত উগ্রপন্থার রেশ টানতে নয়া দিল্লির মদদপুষ্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের পক্ষে সাফই এবং প্রধান বিরাধী দল বিএনপি-জামাতের মুন্ডপাতই ছিল তাঁর প্রচারণার অভিষ্ট লক্ষ্য। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থার পক্ষে বিশ্বব্যাপী বৈধতার আবহ তৈরী করতে ঢাকা গণমাধ্যমে কর্মরত বেশকিছু চিহ্নিত ভারতপন্থি সাংবাদিকওযুক্ত ছিলেন সুবীর ভৌমিকের মিশনে।বিস্ময়ের ব্যাপার হলো রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ ছিল সুবীর অনুগত একটি কর্মদক্ষ বিশ্বস্থ ইউনিট। হাসিনা আমলে এই ইউনিটের সদস্যরা ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনে ছিল সদা প্রস্তুত। বর্তমানে এরা কিছুটা নিস্ক্রিয়। তাঁদের প্রত্যক্ষসহায়তা ও যোগসাজশেই সুবীর চালিয়ে গেছেন সাংবাদিকতার আবরনে বিএনপি-জামাতবিরোধী উদ্দেশ্যমূলক প্রচারণা। বিএনপি-জামাতের রাজনীতি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিনত করছেএমন বানোয়াট সংবাদ পরিবেশনের কাজে তিনি ও তাঁর বাংলাদেশী অনুচররা ছিলেন সদা ব্যস্ত। তাঁদের প্রচারণার মূল লক্ষ্য ছিল হাসিনার ফ্যাসিবাদ টিকিয়ে রেখে ভারতের স্বার্থ হাসিল। বর্তমানে একাত্তরের চেতনায় কৌশল ও বয়ানে নাটকীয় পরিবর্তন এনেছেন ভারতীয় এই সাংবাদিক। তবে তাঁর বাংলাদেশবিরোধী তৎপরতায় বিন্দুমাত্র ছেদ পড়ার কোনো কারণ নেই।

জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের পতন ও দলবল নিয়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাবার পর বাংলাদেশের গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসর ভারতীয় দালাল সাংবাদিকদের দাপট কিছুটা হ্রাস পেলেও বাসসে নিযুক্ত সুবীরের সহযোগীরা এখনো আছেন বহাল তবিয়তে।বাংলাদেশের স্বার্থ বিকিয়ে এবং বিএনপির চরিত্র হননকরে হাসিনা সরকার থেকে এরা হাতিয়ে নিয়েছিলেন উপঢৌকনহিসাবে সব ধরনের বাড়তি আর্থিক ও অন্যান্য সুবিধা। ফ্যাসিবাদের পতনের পরও বিণা বাধায় এসবভোগ করছেন দরিদ্র জনগণের করের টাকায়। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইজে) বাসসে ফ্যাসিবাদের দোসরদের বিগত দিনের অপকর্ম বিশেষ করে বিএপি ও দেশবিরোধী চক্রান্ত ও লুটপাটের বিচার দাবি করে আসলেও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদতাঁদের সুরক্ষা দিয়ে চলেছেন। এমনকি তাঁদেরকাউকে কাউকে বাসস চাকুরি বিধি লংঘণ করে ভারতীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিআইয়ে হাসিনা আমলের মতোই কাজ চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। পক্ষান্তরে ফ্যাসিবাস বিরোধীদের ওপর কায়েম করেছেন ত্রাসের রাজত্ব। বাসসে সুবীর ভৌমিকের অনুচরদের রমরমা অবস্থায় বিএনপিপন্থি সাংবাদিক-কর্মচারীরা সবাই হতাশ।ফ্যাসিবাদের দোসরদের সুরক্ষা ইস্যুতে বাসস এমডি সাংবাদিক ইউনিয়নের সাথে শত্রুতায় লিপ্ত হয়েছেন। বিষয়টি বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বিএনপি মহাসচিব বিশেষভাবে অবগত।তারপরও বাসস এমডিকে বিএনপির তরফ থেকে সমর্থনের অভিযোগ পাওয়া যাচ্ছে।আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে তিনি বেশকিছু বিএনপি সমর্থক অধ্বস্তন কর্মচারিকে ঢাকার বাইরে হয়রানিমূলক বদলী করেছেন। ভুক্তভোগীরা এতে বেজায় মর্মাহত।

ভারত-বাংলাদেশ গণমাধ্যম জগতে সুবীর ভৌমিকের র ঘনিষ্ঠতা ও বিএনপিবিদ্বেষ সর্বজনবিদিত। সেই সুবীর ভৌমিকই হঠাৎ কী কারনে ১৮০ ডিগ্রি পল্টিমেরে ঝুঁকে পড়লেন বিএপির দিকে এটাই মুখ্য বিবেচ্য বিষয়। ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে ভারতীয় গণমাধ্যমে বিএনপিবিরোধী সংঘবদ্ধ প্রচারণায় তিনিই ছিলেন মধ্যমণি। সে সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইসলামী জঙ্গি ও উগ্রবাদের হোতা সাজিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে নিরলস প্রচেষ্টায় রত ছিলেন তিনি। একই সাথে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি শীর্ষ নেতাদের বিপজ্জনক ব্যক্তি ও ভিলেন সাজিয়ে ভারতের স্বার্থ হাসিল এবং জনপরিসরে ফ্যাসিবাদের পক্ষে বৈধতা উৎপাদনে সদা ব্যস্ত ছিল সুবীর চক্রটি। দেশের গণমাধ্যম কর্মীদের নিকট দিবালোকের মতোই স্পষ্ট যে, তাঁর নের্তৃত্বেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে বিরামহীন অপপ্রচার চালিয়ে ধ্বংস করে দেয়ার চক্রান্ত হয়েছিল যা এখনো বলবৎ আছে।

গভীর সন্দেহের কারণ ঘটে তখনিই যখন দিল্লির ডিপ স্টেটের আস্থাভাজন এই সাংবাদিক তাঁর ভাষায় “পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ঘনিষ্ঠ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের” নের্তৃত্বাধীন বিএনপিকে এক ধাক্কায় ভারতের শ্রেষ্ঠ বিকল্প হিসাবে উর্ধ্বে তুলে ধরেন। আজকের এই মন্তব্য প্রতিবেদনের যৌক্তিকতা সুবীর ভৌমিকের সাম্প্রতিক সাড়াজাগানো মন্তব্য এবং বাসস থেকে তাঁর বরাতে প্রচারিত শতভাগ ভুয়া একটি সংবাদের মাধ্যমে তুলে ধরব।

হাসিনা পরবর্তী সময়ে ভারত বাংলাদেশে কোন ধরনের সরকার চায় এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে সুবীর ভৌমিক সম্প্রতি দৈনিক আনন্দবাজারকে বলেছেন,“খুব সোজা উত্তর আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে পরবর্তী শ্রেষ্ঠ বিকল্প হলো বিএনপি। কোনোক্রমেই জামাত নয়। তাঁরা ইতোমধ্যেই ৫০ লাখ লোক নিয়ে জিহাদের হুমকি দিয়েছে। ভারত নিশ্চই জামাতকে চাইবে না। ডিপ্লমেটিক কথা বলে লাভ নেই। কানেকশনটা হলো একাত্তর। আমরা একসাথে আমার সৈন্য ও মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছি। সেই সুবাধে আওয়ামী লীগ। দিজ ইজ হিস্টরিক্যাল ফেক্ট। এই জায়গাতে অন্যকিছু চলে আসবে এটা আশা করা যায়না।” স্বীকৃত উচ্চ পর্যায়ের র ঘনিষ্ঠ সাংবাদিক সুবীর ভৌমিকের এই অযাচিত মন্তব্যে দিল্লিপন্থি শেখ হাসিনার আওয়ামী লীগও লজ্জা পাবে এতে কোনো সন্দেহ নেই। কারণ আওয়ামী লীগ প্রকাশ্যে বিএনপিকে একাত্তরের চেতনার ঘোরতর শত্রু বলে থাকে আর বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিত্রিত করে পাকিস্তানের এজেন্টহিসাবে।

সুবীর ভৌমিকের এই পল্টিবাজির উৎকৃষ্ট প্রমাণহিসাবে তাঁর বরাতে বাসস থেকে প্রচারিত একটি ভুয়া সংবাদের বিবরণ নি¤েœ পেশ করছি। অত্র প্রতিবেদনের যৌক্তিকতা ও ন্যায্যতা পাঠকই বিবেচনা করবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকিস্বরূপ সংবাদটি প্রচার করা হয় ২৩ সেপ্টেম্বর ২০১৭ রাত ৯টা ২ মিনিটে। সংবাদটির ক্রমিক নম্বর বাসস-৪০। সংবাদের মূল প্রতিপাদ্য-প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের ব্যর্থ প্রচেষ্টা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই চক্রান্তের হোতা। তাঁরা লন্ডনে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই কর্মকর্তাদের সাথে বৈঠক করে শেখ হাসিনা হত্যার পরিকল্পনা করেছিলেন।সুবীর ভৌমিক ভারতের সিএনএন-নিউজ ১৮-এর জন্য তৈরী ভুয়া সংবাদটি একই সময়ে বাসসে তার অনুচরদের নিকট প্রেরণ করলে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই সংবাদটি প্রচার করা হয়।

এই ভুয়া সংবাদে দাবি করা হয় যে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৪ আগস্ট ২০১৭ ইসলামী জঙ্গি গোষ্ঠী জেএমবির যোগসাজশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনের অভ্যন্তরে হত্যা করতে চেয়েছিলেন। এ কাজে এক দল সশ¯্র লোক নিয়োগ করা হয়েছিল। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা হামলাকারীদের নিবৃত করে। সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা দ্রুত হামলাকারীদের ঘটনাস্থল থেকে তাড়িয়ে নিয়ে যায় জোরালো তদন্তের স্বার্থে।

বাসস পরিবেশিত সুবীর ভৌমিকের সংবাদলিপিতে আরো বলা হয়,“বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে যে, সমগ্র পরিকল্পনাটিতে পাকিস্তানের হাত রয়েছে। একই বছরের জুলাই মাসে লন্ডনের একটি হোটেলে আইএসআই ব্রিগেডিয়ার “আশফাকের” সাথে খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমানের বৈঠকের পর হাসিনা হত্যা প্রচেষ্টা পরিকল্পনাটি ফাঁস হতে থাকে”।

প্রতিবেদনে আরো বলা হয়, “এই হামলা পরিকল্পনার আগে পাকিস্তান সেনা বাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের ২ জন কর্মকর্তা-মেজর জেনারেল নুমান জাকারিয়া ও মেজর জেনারেল তারেক গুলজার খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে সাক্ষাত করেন। লন্ডনে প্রয়াত বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক আত্মীয়ের বাসায় ঐ বৈঠক অনুষ্ঠিত হয়। ”

সুবীর প্রদত্ত এবং বাসস পরিবেশিত খবরটিতে আরো দাবি করা হয়, “বাংলাদেশের গোয়েন্দা সংস্থা উক্ত বৈঠকটি নজারদারী করে। ভারতের গোয়েন্দা সংস্থাও আইএসআইয়ের এক শীর্ষ কর্মকর্তার নিকটি মেজর জেনারেল নুমান জাকারিয়ার ফোন কল মনিটর করে এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয় যে, বাংলাদেশে বড় ধরনের অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এই পরিকল্পনা ( শেখ হাসিনা হত্যা) চূড়ান্ত করা হয়েছিল।” সন্দেহের কোনো অবকাশ নেই যে, বিএনপিকে জঙ্গিবাদী ও সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়ে নিশ্চিহ্ন করে দেয়ার বৃহৎ এক চক্রান্তের অংশহিসাবেই সুবীর বাসসে সক্রিয় তাঁর এজেন্টদের দিয়ে এই ভুয়া সংবাদপ্রচার করেছিলেন।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাহত্যার ব্যর্থ প্রচেষ্টার খবর প্রচারিত হলে দেশের রাজনীতিক মহলে তোলপাড় শুরু হয়। ক্ষণিকের জন্য বিএনপি কোনঠাসা হয়ে পড়ে। বিএনপিকে খুনি ও সন্ত্রাসী দল আখ্যা দিয়ে আওয়ামী লীগ ও তার ১৪ দলীয় জোট সঙ্গিরা খালেদা-তারেকের বিচার এবং বিএনপি নিষিদ্ধের দাবিতে মাঠে নামে। অপরাধের মাত্রা অনুধাবন করে বাসস স্বল্প সময়ের ব্যবধানে সংবাদটি প্রত্যাহার করে নিলেও তার রেশ বেশকিছু দিন থেকে যায়। ভুয়া সংবাদটি ভারত-বাংলাদেশের গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল হৈছৈ শুরু হয়। বিএনপির নিন্দায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টকশোর হিড়িক পড়ে যায়। আওয়ামী বুদ্ধিজীবীরা রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি নিষিদ্ধের দাবি জানায়। তদানীন্তন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পরামর্শ দেয়।

 

অশেষ স্পর্শকাতর ঘটনায় বর্তমানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হসিনার অফিস একটি বিবৃতি দিতে বাধ্য হয়। বিবৃতিতে সুবীরের অপসাংবাদিকতার নিন্দা জানানো হয়। বাসস কর্তৃক ভুয়া সংবাদ পরিবেশনের এক দিন পর ২৫ সেপ্টেম্বর ইংরেজী দৈনিক ডেইলী ষ্টার “প্রধানমন্ত্রী হত্যা প্রচেষ্টা : ভারতীয় সংবাদমাধ্যমের খবর প্রত্যাখ্যান” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে বাসস থেকে এ ধরনের সংবাদ পরিবেশনে বিস্ময় প্রকাশ করা হয়। তথ্য মন্ত্রণালয় সুবীরের ভুয়া সংবাদ পরিবেশনকারী বাসস সাংবাদিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। কিন্তু এ নির্দেশের ফল হয় উল্টো। সুবীরের তদ্বিরের জোরে সংশ্লিষ্ট হাসিনাপন্থি সাংবাদিকরা দ্রুত পদোন্নতি পায়। এরই সুবাধে পিটিআইয়ের ঢাকা প্রতিনিধি আনিসুর রহমান লাভ করেন বাসসের প্রধান বার্তা সম্পাদকের পদ আর আশেকুন্নবী চৌধুরী বনে যান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিষ্টার প্রেস।

পরিতাপের বিষয় হলো হাসিনার ফ্যাসিবাদী শাসনামলের পুরোটা সময়ে সুবীর ভৌমিক র মদদপুষ্ট এক দল বাংলাদেশী সাংবাদিকদের যোগসাজশে বিএনপির চরিত্রহননে লিপ্ত ছিলেন। বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধের ধারক ও বাহক এই সংগঠনটিকে আইএসআইয়ের দালাল, সন্ত্রাসও জঙ্গিবাদের হোতা চিত্রিত করে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন। সেই একই ব্যক্তিই আজ বিএনপির প্রশংসায় পঞ্চমুখ। তার পক্ষ থেকে বিএনপিকে বাংলাদেশে নয়া দিল্লির শ্রেষ্ঠ বিকল্প হিসাবে তুলে ধরা হচ্ছে। এটা ভারতীয় গোয়েন্দা সংস্থাটির নয়া কৌশল কিনা ভেবে দেখা জরুরী। একইসাথে দেশের স্বার্থে উল্লেখ করা প্রয়োজন যে, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর বাসসে কর্মরত সুবীর ভৌমিকের সহযোগীদের অপকর্মের কোনো ধরনের তদন্ত কিংবা বিচারের আজো উদ্যোগ নেয়া হয়নি। বিগত ১৭ মার্চ ২০২৫ দৈনিক যুগান্তর প্রত্রিকায় “অভ্যুত্থানের উলটো ¯্রােতে বাসস” শীর্ষক একটি উপসম্পাদকীয় ছাপা হয়। এতে হাসিনা আমলে বিএনপির চরিত্র হননের সাথে জড়িত বাসস সাংবাদিকদের পরিচয় ও অপকর্মের ফিরিস্তি তুলে ধরলে বর্তমান বাসস এমডি মাহবুব মোর্শেদ বিষয়টি আমলে না নিয়ে বেজায় ক্ষিপ্ত হন। তিনি সাংবাদিকতার রীতি অনুযায়ী নিবন্ধটির প্রতিবাদ না জানিয়ে যুগান্তর সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কবি আবদুল হাই শিকদারের সাথে গুরতর শত্রুতায়লিপ্ত হন। ফেসবুকে বানোয়াট পোস্ট দিয়ে হাই শিকদারের মানহানি করেন। এ ব্যাপারে যুগান্তর সম্পাদক বাধ্য হয়েই ঢাকার সিএমএম আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন। সামনে শুভ দিন প্রত্যাশায় বাসসেফ্যাসিবাদের দোসরদের পৃষ্টপোষক মাহবুব মোর্শেদ এখন বিএনপি সাজারএক অশুভ প্রতিযোগিতায় নেমেছেন। বিভিন্ন বিএনপি নেতার অফিস ও বাসায় ছুটে যাচ্ছেন।ব্যক্তি স্বার্থে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাহবুব মোর্শেদ বাসসে নজিরবিহীন দলবাজি শুরু করেছেন। বাসস এমডির বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট কর্মকান্ড সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইউনূস সরকারের ভূমিকাকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করবে। বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমলে নেয়া অতীব জরুরী।

[আবুল কালাম মানিক, সাবেক বার্তা সম্পাদক, বাসস]

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net