1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বেতারে অডিশনে অনিয়মের অভিযোগ উঠেছে আঞ্চলিক পরিচালক আব্দুল রহিমের বিরুদ্ধে ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত এনবিআর দুই ভাগ করেও কোনো উন্নতি হবে না: আমির খসরু নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব: নিউইয়র্কে জামায়াত আমির বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সহযোগিতা আরো দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত শাপলা আদায় করেই এনসিপি নির্বাচন করবে: সারজিস রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল; ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যলা, সেমিনার ও স্টল প্রদর্শন

ঠাকুরগাঁওয়ে বেতারে অডিশনে অনিয়মের অভিযোগ উঠেছে আঞ্চলিক পরিচালক আব্দুল রহিমের বিরুদ্ধে !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৬ বার

বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রে শিল্পীদের তিনদিনব্যাপী আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ে অডিশনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে আঞ্চলিক পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে। পছন্দের শিল্পীদের তালিকাভুক্ত করতেই লোক দেখানো অডিশনের আয়োজন করা হয়েছিল বলে দাবি করছেন অডিশনে অংশগ্রহণকারী একাধিক প্রার্থী। শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অভিযোগ, ঠাকুরগাঁও বেতার কেন্দ্রে গত ১৬ থেকে ১৮ জানুয়ারি তিনদিনব্যাপী আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ে অডিশন অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় তিন শতাধিক আগ্রহী প্রার্থী অংশগ্রহণ করেন। অডিশনের তিনদিন পর গত ২১ জানুয়ারি ৩৩ জনকে উত্তীর্ণ উল্লেখ করে ফলাফল প্রকাশ করা হয়। উত্তীর্ণদের কয়েকজন ছাড়া অধিকাংশ অযোগ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাংস্কৃতিক কর্মী অভিযোগ করে জানান, আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম পূর্বপরিচিত কয়েকজনকে বেতারের তালিকাভুক্ত শিল্পী করার জন্য এই অডিশনের আয়োজন করে। এ ছাড়াও বেতার কেন্দ্রটি সংরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও বেতার কেন্দ্রের ভিতরে আঞ্চলিক পরিচালক বহিরাগতদের নিয়ে রাতের বেলা প্রায় প্রতি মাসে ভূঁড়িভোজের আয়োজন করে থাকেন। অডিশনে অংশগ্রহণকারী একাধিক প্রার্থী জানান, অডিশন হয়েছে শুধু নামমাত্র। পছন্দের কতিপয়দের তালিকাভুক্ত করতেই লোক দেখানো অডিশনের আয়োজন করা হয়েছিল। আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম বিরুদ্ধে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের অ্যালাউন্সার ক্লাবে অংশগ্রহণকারীরা অভিযোগ দিয়েছেন বলেও জানান, তবে এ ব্যাপারে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের অ্যালাউন্সার ক্লাবের সভাপতি অনুপম মনি জানান, অডিশনে অনিয়মের বিষয়ে অসংখ্য অংশগ্রহণকারী প্রার্থীর অভিযোগ করেছেন। আগে কেন্দ্রের অ্যালাউন্সার ক্লাবকে অডিশনের বিষয়ে অবহিত করা হতো, প্রতিনিধি নেওয়া হতো। এবার এত বড় অডিশন হলো আমরা জানতে পারিনি। আমাদের কোনো প্রতিনিধিও রাখা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অনিয়মের বিষয়ে জানতে চাইলে অডিশনের একজন বিচারক শিক্ষাবিদ মনতোষ কুমার দে জানান, বিচারকের দায়িত্ব পালন করেছি মাত্র। নিয়ম বা অনিয়ম সেখানকার অথরিটির বিষয়, কিছু জানার থাকলে সেখানে জানতে পারেন। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বেতার আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম সাহেবের সঙ্গে সাংবাদিক ফোনে যোগাযোগ করলে তিনি সকল বিষয়ের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আঞ্চলিক পরিচালক বলেন, ‘যোগ্যদের নেওয়া হয়েছে। প্রত্যেকের ভয়েস রেকর্ড করা আছে। যাদের ভয়েস ভালো তাদের নেওয়া হয়েছে। বঞ্চিতরা অভিযোগ করতেই পারে।’আর সংরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও বেতার কেন্দ্রের ভেতরে নিয়মিত পিকনিকের বিষয়ে তিনি বলেন, ‘বছরে দুই–একবার আয়োজন করা হয়ে থাকে, যার অর্থ নিজস্ব। বিশেষ করে ডিসি, এসপি এলে রাতের বেলা পিকনিক করা হয়

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net