1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে ব্যবসায়ীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী হঠাৎ করেই শীতের বার্তা নিয়ে কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড় যাত্রাবাড়ীর এক বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ অর্থিক সুবিধা না পেয়ে বৃদ্ধাকে পিটিয়ে আহত করলো মজিবুল মেম্বার নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র ৫ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জামায়াতের বনানীতে শিসা বারে ডিএনসির অভিযান ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সহকারী রাজস্ব কর্মকর্তা বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালন করবে কক্সবাজার ঈদগাঁও থানার ওসি মছিউর আনোয়ারা ও কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

সৈয়দপুরে ব্যবসায়ীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৮ বার

মো:জাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪ টায় পৌর কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। জামায়াতের সৈয়দপুর শহর শাখা আয়োজিত এই অনুষ্ঠানে রমজান ও যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা রাখা হয়েছিল।

এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এবং সৈয়দপুর উপজেলা আমীর ও জেলা শুরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী। বক্তব্য রাখেন, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, নীলফামারী জেলা বাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ শানু, পেশাজীবী পরিষদের সভাপতি সেকেন্দার আলী, শুটকি ব্যবসায়ী প্রতিনিধি মোখলেছুর রহমান।

উপস্থিত ছিলেন, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ, সদস্য সচিব নজরুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ও রেল শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক ডক্টর্স এসোসিয়েশনের সভাপতি ডা. জাবেদ আলমসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সূধীজন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী হুকুমত কায়েম না থাকলে কোন ইবাদতই কবুল হবেনা। তাই দেশের শাসন ও বিচার ব্যবস্থায় ইসলাম তথা কুরআনের আইন কায়েমের জন্য সার্বিক প্রচেষ্টা চালাতে হবে। যা বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে করে যাচ্ছে। চব্বিশের অভ্যুত্থানের ফলে এনিয়ে কাজ করার পথ আরও সুগম হয়েছে।

এক্ষেত্রে নামাজ, রোজা পালনের সাথে সাথে যাকাত আদায়ে সক্রিয় হতে হবে বলে তিনি বলেন, যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালুর মাধ্যমে অর্থনীতিতে সুদী কার্যক্রম বন্ধ সম্ভব হবে। আর এব্যাপারে ব্যবসায়ী ও শিল্পপতিরা ব্যাপক ভূমিকা রাখতে পারবেন। এজন্য তিনি সকলের প্রতি সঠিক নিয়মে যাকাত আদায়ের উদাত্ত আহ্বান জানান। (ছবি আছে)

মোঃজাকির হোসেন

সৈয়দপুর (নীলফামারী(প্রতিনিধি

তারিখ -১৪/০৩/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net