তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (রিয়াজ- নজরুল) গ্রুপের কমিটি গঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত সকল সরাসরি, পদোন্নতি প্রাপ্ত ও জাতীয়করণকৃত প্রধান শিক্ষকদের মতামত ও সমর্থনের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।
৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে উপজেলার ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহানেওয়াজ মুক্তারকে সভাপতি ও জগতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তার, অর্থ সম্পাদক পূর্ব দড়িকান্দি হাজী তারা মিয়া সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আকতার ও দপ্তর সম্পাদক শোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ আয়েশা ছিদ্দিকা।
এদিকে কমিটি ঘোষণার পর উপস্থিত সকল সদস্য নতুন কমিটির সদস্যদেরকে শুভকামনা জানান এবং সর্বদা কমিটির কল্যানে পাশে থেকে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।