মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার জন্য কাটা মাটির গর্তে পড়ে ৬ বছর বয়সি এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পশ্চিম আইসঢাল বানিয়াপাড়া এলাকায়। নিহত শিশুর নাম মিজান। সে ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, ওই এলাকায় হাজী নাজমুল হোসেনের এএনবি-২ ইটভাটা। এই ইটভাটার জন্য আবাসিক এলাকা সংলগ্ন কৃষি জমি থেকে মাটি কাটা হয়েছে। ফলে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তে গত দুই দিনের বৃষ্টিতে প্রচুর পানি জমেছে। সেই পানিতে পড়ে ডুবে যায় শিশু মিজান। প্রায় ২ ঘন্টা খোজাখুজির পর পানির নিচে শিশুটিকে পাওয়া যায়। তখন লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। শিশু মিজানের বাবা ও মা ঢাকায় গার্মেন্টস কর্মী। সে দাদার বেলালের কাছে থাকতো। সকলের অজান্তে গর্তের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।
এব্যাপারে ইটভাটার মালিক হাজী নাজমুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, হায়াত ফুড়ে গেছে তাই মারা গেছে। এতে আমার কি দোষ বা আমার করারই বা কি আছে?
এঘটনায় ওই এলাকাবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। তারা ক্ষোভ জানিয়ে বলেন, ভাটার মাটি কাটার সময়ই নিষেধ করা হয়েছিল যে, পাড়া-মহল্লার পাশের জমিতে মাটি কাটেন না। কিংবা কাটলেও তা যেন, বেশি গভীর না হয়। কিন্তু ভাটার মালিক অনেক টাকা ওয়ালা মানুষ হওয়ায় অন্যদের যেন মানুষই মনে করেন না। টাকার জোরে তিনি সব নিজের ইচ্ছেমত করতে চান। তাই জোর করেই বিশাল গভীর করে এখানে মাটি কাটা হয়েছে। আর তাই আজ এমন হৃদয়বিদারক প্রাণহানীর ঘটনা ঘটলো। তারা আরও বলেন, ইতোপুর্বেও তার ফ্যাক্টরিতে একটি ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছিল। তখনও তিনি টাকার জোরে পার পেয়েছেন। একারণে এবারও তিনি শিশুটির মৃত্যুতে কোন ভ্রুক্ষেপ করছেন না।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ফইম উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।