নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ (বাফেসাপ) আয়োজিত “কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় প্রেরণার উৎস ” শীর্ষক আলোচনা, পুরষ্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ডঃ আ ন ম মেশকাত উদ্দীন এর কাছ থেকে বিদেশে উচ্চ শিক্ষা সহায়তায় ও ক্যারিয়ার পরামর্শক হিসেবে বিশেষ অবদানের জন্য বাফেসাপ কাজী নজরুল ইসলাম সম্মাননা ২০২৫ গ্রহণ করছেন তাওয়াক্কুল মালয়েশিয়া এডুকেশন কনসালট্যান্সীর ব্যবস্হাপনা পরিচালক মোঃ সাব্বিন ইসলাম সানান।