1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারেরর পিএমখালীতে বিধবা ভাতার কথা বলে অর্থ আদায় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না- ড. মুহাম্মদ রেজাউল করিম পাটগ্রাম থানায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: চাঁদাবাজি, হামলা, বহিষ্কার ও গ্রেপ্তার—উত্তপ্ত লালমনিরহাট সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে: ডা. শফিকুর রহমান

কক্সবাজারেরর পিএমখালীতে বিধবা ভাতার কথা বলে অর্থ আদায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ১৯৫ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে বিধবা ভাতায় নাম দেয়ার কথা বলে ২ হাজার টাকা করে ঘুষ নিয়েছেন একটি চক্র।
পরবর্তীতে তা প্রকাশ্যে আসায় টাকা ফেরত দিয়েছে চক্রটি।

ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের নির্দেশে তার ভাগিনা কেফায়েত উল্লাহ, মাস্টার রশিদ ও শাহজাহান সিন্ডিকেট করে গ্রামের সরল মানুষগুলো থেকে এ টাকা আদায় করেন।

করোনার এ সংকটে চেয়ারম্যানসহ চক্রটির এমন কর্মকান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

সোমবার (৪ মে) দুপুরে টাকা ফেরত দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম।

দুইদিন আগে বিধবা ভাতায় নাম দেয়ার কথা বলে অন্তত ১০ জন নারী থেকে ২ হাজার টাকা করে নেয়া হয়।

ভুক্তভোগী পিএমখালীর ডিকপাড়ার বাসিন্দা শাহিনা আক্তার বলেন, শাহজাহান এসে বিধবা ভাতায় নাম দিবে বলে ২ হাজার টাকা করে নিয়ে যায়। চেয়ারম্যান নাকি বলেছে এ তালিকা করতে। কিন্তু টাকা কেন নিছে জানি না। আজকে দুপুর ১২ টার দিকে আবার টাকা ফেরত দিয়েছে চেয়ারম্যান।

শাহিনার মতো আরও নয়জন রয়েছে একই অবস্থা। যারা চেয়ারম্যানের ভয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও টাকা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শাহজাহান টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, আমি ৫ জনের নাম দিয়েছি যাদের কাছ থেকে ২ হাজার টাকা নিয়েছিলাম। কিন্তু সব টাকা মাস্টার রশিদ আহমদের হাতে তুলে দিয়েছি।

মাস্টার রশিদ বলেন, টাকাটা ভাগ্নের মাধ্যমে চেয়ারম্যানের হাতে পৌছে দেয়া হয়েছে। খরচের জন্য টাকাটা নেয়া হয়েছে বলে তিনি লাইন কেটে দেন। এরপর তিনি মোবাইল বন্ধ করে দেন।

বিষয়টি স্বীকার করে চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, যারা টাকা নিয়েছে তারা আমার কেউ নয়। ভুল করে টাকা নিয়েছে তা ফেরত দেয়া হয়েছে। কিন্তু তিনি কাউকে বিধবা ভাতার কথা বলে টাকা নেয়ার কথা বলেননি বলে দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net