বাংলাদেশ সময় মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে অবস্থিত ইরানি দূতাবাসে যান। সম্প্রতি ইসরায়েলের হামলায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই সফর করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে রেডিও পাকিস্তান।
ইরানি জনগণ ও সরকারের প্রতি গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শরিফ বলেন, এই দুঃসময়ে পাকিস্তান ইরানের পাশে আছে এবং থাকবে। তিনি ইরানি জাতির সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন এবং শহীদদের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনাও করেন তিনি।
শাহবাজ শরিফ পাকিস্তানের পক্ষ থেকে ইরানের প্রতি ‘ধারাবাহিক ও অবিচল’ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের প্রতি শুভেচ্ছা জানান।
গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এতে অন্তত ৯৩৫ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হন।