1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

এম.এ মান্নান
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪ বার

লাকসামে প্রথম শ্রেণির পৌরসভার ২৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া

 

 

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) থেকে

 

 

কুমিল্লার লাকসামে প্রথম শ্রেণির পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ২৫ লাখ টাকা। গত কয়েক বছর নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এ বকেয়া পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) লাকসাম দৌলতগঞ্জ বিভাগ।

 

লাকসাম পৌরসভার মূল ভবন, পৌর নতুন অডিটোরিয়াম, পৌর দৈনিক হর্কাস মার্কেট,  পানি পরিশোধনাগার, সড়ক বাতিসহ বিদ্যুৎ সংযোগের প্রায় ৫৭ টি হিসাব নম্বর রয়েছে। এর মধ্যে ৪৭ টি  হিসাব নম্বরের কোনমতে বিদ্যুৎ বিল পরিশোধ করলেও পৌর নতুন দৈনিক বাজার ষ্টেশন রোড এলাকায় বকেয়া পড়েছে ১০ টি হিসাব নম্বরগুলোতে। এসব ১০ টি হিসাব সংযোগে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় না।২০১৮ সাল থেকে  চলতি বছরের বিদ্যুৎ বিল এসে দাঁড়িয়েছে ২৪ লাখ ২৭ হাজার ৭৭টাকা। এর মধ্যে কোন টাকা এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি পৌরসভা।

 

এছাড়া লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ২টি মিটারে ২০২২ সাল থেকে চলতি বছরে বকেয়া পড়েছে ২ লাখ ৩২ হাজার ৫ টাকা।

 

এ তালিকায় বাদ পড়েনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সেখানে ৩১টি মিটারে ৭ লাখ টাকা বকেয়া রয়েছে এর মধ্যে চলতি মাসে ২ লাখ টাকা পরিশোধ করেছে উপজেলা পরিষদ। এছাড়াও উপজেলা ভূমি অফিসে ১টি মিটারে প্রায় ৫০ হাজার টাকা বকেয়া রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) লাকসাম দৌলতগঞ্জ বিভাগ।

 

এদিকে পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে ১২ জুন ২০২৩ সালে লাকসাম পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া ৯৭ লাখ টাকা শিরোনামে দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় প্রশাসন ও পৌর কতৃপক্ষের নজরে আসলে পরে পৌর কতৃপক্ষ বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন।

 

লাকসাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, ‘পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছি। আমরা জনসেবামূলক কাজগুলো করছি। পৌরসভার অনেকগুলো মিটার রয়েছে। কয়েকজন মেয়রের সময় থেকে বিল বকেয়া আছে। পৌর বকেয়া বিদ্যুৎ বিল বিষয়ে আমরা মাসিক মিটিয়ে সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে চলমান বিলের সাথে বকেয়া বিলসহ কিস্তি হারে পরিশোধ করা জন্য। এছাড়াও উপজেলা পরিষদের যে যে মিটারে বকেয়া রয়েছে, সেই সব মিটারের বকেয়া বিল এক এক করে পরিশোধ করা হবে।’

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net