1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নড়াইলে কালিয়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা কবি আমির হামজার মজন্মবার্ষিকী পালিত মনোহরগঞ্জে আগুনে প্রবাসী বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ ১০ লাখ টঙ্গীতে কিশোর গ্যাংয়ের হামলায় চার আঙুল হারালো যুবক সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে ৫৩ হাজার টাকা ছিনতাই কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন রোহিঙ্গা আটক ধোপাছড়ির মানুষের দুঃখ দূর করবে কাঠের সেতুটি ৬ মাস পর ৬ লাখ টাকায় সংস্কার সন্দ্বীপে উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট মো আবু তাহের সমর্থনে ধানের শীষের পক্ষে গণ সংযোগ চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

নড়াইলে কালিয়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২২০ বার

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাইউম শিকদার(৪৫) নামে এক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। অপরদিকে কৃষকলীগ নেতাসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। মঙ্গলবার রাতে কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর নামক স্থানে ওই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। কাইউম শিকদার উপজেলার বিলাফর গ্রামের হাসমত আলী শিকদারের ছেলে।আহতদেরকে প্রথমে কালিয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ নেতার মৃত্যুতে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশের সাড়াসি অভিযান চলছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সবুর মোল্যা -সবুর ফকির গ্রুপ এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল কাইউম শিকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।এরই জের ধরে মঙ্গলবার (২৬মে) রাত সাড়ে ৮টার দিকে কাইউম শিকদার ও উপজেলার নড়াগাতি থানা কৃষক লীগের সভাপতি মোল্যা আবুল হাসনাতসহ ৪জন নেতাকর্মী ২টি মোটরসাইকেলযোগে কালিয়া থেকে কলাবাড়িয়া গ্রামে ফেরার পথে ওই সড়কের কালিনগর নামক স্থানে ওৎ পেতে থাকা দুবৃত্তরা পথরোধ করে কাইয়ূম সিকদারসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করে। এর মধ্যে কাইয়ূম সিকদারকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার মৃত্যু হয়। এছাড়া উপজেলার নড়াগাতী থানার কৃষকলীগের সভাপতি মোল্যা আবুল হাসনাত (৩৮), মতিয়ার মল্লিক(৪০) ও সজীব মল্লিককে(৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে আবুল হাসনাত মোল্যার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তার স্বজন ও চিকিৎসকেরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্র থেকে জানা গেছে, কাইউম শিকদারকে নৃশংসভাবে হত্যা ও আবুল হাসনাতকে গুরুতর আহত করার আগে কে-বা কারা মুঠোফোনে একাধিকবার তাদের ভয়ভীতি ও বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছিল। দু’পক্ষের এ দ্বন্দ্বের মধ্যে তৃতীয় কেউ এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে কিনা তা যাচাই-বাচাই করা আশু প্রয়োজন।কালিয়ার সচেতন মহল সংশ্লিষ্টদের বিষয়টি খতিয়ে দেখার আহবান জানিয়েছেন। তাহলে হত্যার প্রকৃত রহস্য হয়তো বেরিয়ে আসতে পারে !
উপজেলার নড়াগাতি ওসি রোকসানা খাতুন বলেন,‘মামলার প্রস্তুতি চলছে। খুনীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’
এ ব্যাপারে নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া অঞ্চল) রিপন চন্দ্র সরকার বলেন,‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনা সঙ্গে জড়িতদের চিহিৃত করে আটকের অভিযান অব্যাহত আছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net