1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে শশুর বাড়ীতে সিদ কেটে ডুকে স্ত্রী শাশুড়িকে ছুরিকাঘাত: আটক ৪ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন সামনের পথ কঠিন, তবে সম্ভাবনাও আছে: ড. ইউনূস ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর ১লা জুলাই ঢাকায় জুলাই ঐক্যের পদযাত্রা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ভবিষ্যতে বাংলাদেশে সত্য কথা, ন্যায়ের পক্ষে কথা বলবেন , আশ্বস্ত থাকুন কোন মামলা, হামলা, নির্যাতনের শিকার হবেন না – আমিনুল হক  চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

রামগড়ে শশুর বাড়ীতে সিদ কেটে ডুকে স্ত্রী শাশুড়িকে ছুরিকাঘাত: আটক ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৩২ বার

মো.নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
জেলার রামগড়ের পাতাছড়া ইউনিয়নের চাষীপাড়া এলাকায় ভোর রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী ও তার সহযোগীদের হামলায় সুমী আকতার রহিমা (২৩) ও তার মা কামরুন নাহার (৪৭) গুরতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানিয়রা জানান, ২০১৪ সালে ঢাকা গার্মেন্সে চাকুরী করার সুবাধে মিল্টনের সাথে রিমার বিয়ে হয় তাদের ২ বছর বয়সী ১টা কন্যা সন্তান রয়েছে। গত ৩মাস পূর্বে তাদের সাংসারিক বনিবনা না হওয়ায় রিমা স্বামীকে ডিভোর্স দেয় । কিন্তু রবিবার ভোর রাতে স্বামী মিল্টন সহ আরো ৩জন প্রাইভেটকার নিয়ে রিমাদের বাড়িতে এসে ঘরের সীদ কেটে প্রবেশ করে স্ত্রী রিমা ও তার মাকে কুপিয়ে জখম করে। এসময় তাদের আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে তাদের ধাওয়া করে জালিয়াপাড়া বাজারে আটক করে গণদোলাই দিয়ে প্রাইবেটকারসহ হাফছড়ি পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হলে রামগড় থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, মিল্টন শিকদার জাহিদ (৩৭) পিতা শাহজাহান, এস এম রনি আহাম্মেদ (২৩), পিতাঃ মোঃ গাউস, সাজিদুল ইসলাম (২২) পিতাঃ শফিকুল ইসলাম, ও সফিকুর সমাদ্দার (৩৮) আবুল হোসেন সামাদ্দার সর্ব গ্রাম প্রহরডাঙ্গা, কালিয়া, জেলা নড়াইল। এর মধ্যে আসদুস সামাদ সাইফুল (৫৫) পিতা- মতিন প্রধান, গ্রাম রৌশনপুর পূর্বপাড়া, থানা পিরগঞ্জ রংপুর পালিয়ে যায়।
আহত সুমি আক্তার রহিমা জানান, বিয়ের পর থেকে স্বামী অমানুষিক নির্যাতন চালাতো। তার স্বামী একজন পেশাদার ছিনতাইকারী এর পূর্বেও তিনি ২বার জেল খেটেছেন এসবের কিছুই তিনি জানতেন না, জানার পর তিনি মায়ের কাছে চলে আসেন এবং তার কোন বরন পোষণ না দেয়া ও নির্যাতন করায় ৩ মাস পূর্বে স্বামীকে তালাক দেন। রবিবার ভোররাতে তাকে হত্যার উদ্দেশ্য সহযোগীদের নিয়ে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় ।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান জানান, এ বিষয়ে নির্যাতিতা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেছেন। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net