1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া সরকারি হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলাসহ ২৫ শয্যার করোনা ওয়ার্ড উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে সরকারের ব্যাখ্যা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল রাতে সাধারণ সম্পাদকের বাড়িতে দাওয়াত, সকালে মিলল সভাপতির লাশ পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখনো প্রস্তুত হয়নি ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার

চকরিয়া সরকারি হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলাসহ ২৫ শয্যার করোনা ওয়ার্ড উদ্বোধন

শাহজালাল শাহেদ, চকরিয়া:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৪ বার

মহামারী করোনায় সংক্রমিত হয়ে আক্রান্তদের ভোগান্তি লাঘবে করোনা আইসোলেশন ইউনিট ফান্ড চকরিয়ার সহযোগিতায় গতকাল রোববার চকরিয়া সরকারি হাসপাতালে ২৫শয্যার করোনা ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। সাথে যুক্ত হয়েছে ২টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা ও সেন্ট্রাল অক্সিজেন ইউনিট।

দুপুরে হাসপাতাল প্রধান ডাঃ মোহাম্মদুল হকের সভাপতিত্বে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। তিনি হাসপাতাল প্রধান ডাঃ মোহাম্মদুল হকের হাতে দুইটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা ও পাঁচটি অক্সিজেন সিলিন্ডারসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর করেন।

এব্যাপারে ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ জানান, এই হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা ও সেন্ট্রাল অক্সিজেন ইউনিট অতি সংকটাপন্ন রোগীর চিকিৎসায় কার্যকর ভূমিকা পালন করবে। করোনা রোগীর পর্যাপ্ত ও উন্নত সেবায় হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা দেওয়া হয়েছে। ব্যয়বহুল এ প্রযুক্তির মাধ্যমে শ্বাসকষ্টে একজন মুমূর্ষ রোগীকে ৬০ লিটার পর্যন্ত অক্সিজেন সেবা দেওয়া যাবে। তিনি করোনায় সংকটাপন্ন রোগীকে নিরবচ্ছিন্নভাবে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা ব্যবহারের বিষয়ে বলেন, পর্যাপ্ত অক্সিজেন ব্যবস্থার সঙ্গে এ সেবা সম্পর্কযুক্ত। তাই অত্যাধুনিক এ প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা পেতে হলে লিকুইড অক্সিজেন ট্যাংকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

অন্যদিকে চকরিয়া সরকারি হাসপাতাল প্রধান ডাঃ মোহাম্মদুল হক বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট রয়েছে। ক্রমশ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পেলে তাদেরও চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে পাশাপাশি আরো ২৫ শয্যার একটি ওয়ার্ড বাড়ানো হয়েছে। যা আমাদের চিকিৎসা সেবায় সক্ষমতা এনে দেবে। তিনি বলেন, চকরিয়া সরকারি হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা ও সেন্ট্রাল অক্সিজেন ইউনিট স্থাপন চকরিয়াবাসীর জন্য সুখবর। শ্বাসকষ্টে মুমূর্ষ রোগীর সেবায় হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা অত্যন্ত আরামদায়ক। ফলে চকরিয়ায় সংকটাপন্ন রোগীর সন্তোষজনক চিকিৎসা সেবা দেয়া যাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net