জেসমিন বাপ্পী
গত ২১শে সেপ্টেম্বর লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের পক্ষ থেকে ক্লাবের পার্মানেন্ট প্রজেক্ট ঘাসফুল পরাণ রহমান স্কুলে ২৫০০০টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫-বি৪ এর সম্মানিত গভর্ণর লায়ন সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, জেলা কেবিনেট সচিব লায়ন অশেষ কুমার উকিল, রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন ড. দেবাশীষ দত্ত।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সভাপতি লায়ন পারভীন মাহমুদ এফসিএ, এমজেএফ। আরো উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম, জোন চেয়ারপার্সন লায়ন হুমায়রা কবির চৌধুরী, লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সচিব লায়ন আবেদা বেগম, ২য় সহসভাপতি লায়ন শম্পা লোদ, ক্লাব এডভাইজার লায়ন এস কে বিশ্বাস, টেমার লায়ন শিপ্রা বড়ুয়া, লিও ক্লাব এডভাইজার লায়ন আসিফ চৌধুরী লিমন, লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সভাপতি লিও খাবির উদ্দিন প্রভাত, ক্লাব ডিরেক্টর লিও রাসেল চৌধুরী এবং ঘাসফুল পরাণ রহমান স্কুলের শিক্ষকবৃন্দ।