আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান খেলনা ইউনিয়নের তিন বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. দেলদার হোসেন ও তার আপন সহদর ছোট ভাই খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও খেলনা ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ হয় একটি অনলাইন পত্রিকায়।
মুহুর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরই প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ২৩ সেপ্টেম্বর দলীয় কার্যালয়য়ে, নেতাকর্মী, ভীড় জমান, পরে দুপুর ১২ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন ও তার ভাই ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম। এ সময় দেলদার হোসেন বলেন, তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন শেষে ১৯৯৬ সালে উপজেলা আ’লীগের সভাপতির দায়িত্ব অদ্যাবধি পর্যন্ত পালন করে যাচ্ছেন, তার মাদক ব্যবসার সাথে কোনভাবে সম্পৃক্ততা নেই এবং তার ২০০ বিঘা সম্পদের কথাটিও আকাশচুম্বি ও বিভ্রান্তিকর, অনলাইন পত্রিকা শিক্ষাতথ্য ডটকম ও নতুন সময় সহ ফেসবুক গ্রুপ ধামইরহাট বার্তায় প্রকাশিত এমন অসত্য সংবাদের প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।
প্রকাশিত এই ভূয়া সংবাদে অপর অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, আমরা জন্মসূত্রে আওয়ামী পরিবারের সন্তান, দলের ভাবমূূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ তো বাস্তবে দুরের কথা স্বপ্নে কল্পনা করিনা, যারা এই মিথ্যা সংবাদ প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
প্রেস ব্রিফিংকালে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুজ্জামান হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো, শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মুকুল, আ’লীগ নেতা আব্দুল মজিদ, মহিলা আ’লীগ সভানেত্রী আঞ্জুয়ারা, যুবলীগ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, সম্পাদক নওরোজ আলমগীর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নুসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর অনলাইন পত্রিকা শিক্ষাতথ্য ডটকম ও নতুন সময় সহ ফেসবুক গ্রুপ ধামইরহাট বার্তায় ‘ধামইরহাটে ২ বিঘা জমি থেকে আঙ্গুল ফুলে কলাগাছ দিলদার-সালাম’ শিরোনামে ভুয়া-বানোয়াট ও বিভ্রান্তির সংবাদটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে ক্ষোভে ফেটে পড়েন দলীয় নেতাকর্মী, কর্মী সমর্থক ও সাধারণ মানুষ।