1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে উদ্ধার হওয়া স্বর্ণেরবার নিয়ে বিপাকে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ১০টি হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠান॥ আমি কৃষক মজুর সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি তাই তাদের মুখে হাঁসি ফুটানোর জন্য কাজ করছি — কেয়া চৌধুরী অনুমোদন ছাড়াই চলছে সৈয়দপুরে পুকুর খনন, দেখেও নির্বিকার প্রশাসন চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি কেন্দ্রীয় শহিদ-মিনার অযত্ন-অবহেলার শিকার রক্ষণাবেক্ষণে স্থায়ী লোক নিয়োগের দাবী। — এমএ বার্নিক ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা নোয়াখালীতে রামচন্দ্র দেবের ৭৫ তম তিরোভাব উৎসবে নিরাপত্তা প্যারেড হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ Daftar Situs Slot Server Thailand Terlengkap Mudah Maxwin খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি 

রাজশাহীতে উদ্ধার হওয়া স্বর্ণেরবার নিয়ে বিপাকে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ১১৪ বার

মঈন উদ্দীন: রাজশাহীতে উদ্ধার হওয়া স্বর্ণেরবার ও মামলা নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। পুলিশ বলছে, একটি পক্ষ পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যেই পুলিশকে বির্তর্কের মুখে ঠেলে দিচ্ছে। এ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের এক প্রভাবশালী ইউপি চেয়ারম্যানের কথামত স্বর্ণেরবারসহ আসামিদের ছেড়ে না দেয়ায় রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা পুলিশ এমন বিপাকে পড়েছেন বলে দাবি করছেন থানার এসআই আব্দুল মতিন। ঘটনার বর্ণনা দিয়ে এসআই মতিন সাংবাদিকদের জানান, তার নেতৃত্বে গত ১ অক্টোবর সন্ধায় নগরীর বর্ণালীর মোড় এলাকায় যাত্রীবাহী গ্রামীণ ট্রাভেলসে (যার নম্বর: ঢাকা মেট্রো ব-১৫-২২৫১) অভিযান চালানো হয়। পরে দুইটি স্বর্ণের বারসহ চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর (কুমারপাড়া), বর্তমান ঠিকানা- রাজশাহীর গোদাগাড়ী থানার দরগাকুশিরা এলাকার মৃত মহসিন আলীর ছেলে আজিজুল ইসলাম (৪০) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন হরিনগর তাঁতিপাড়া এলাকার আব্দুল মঙ্গুর ছেলে ফারুক হোসেন (৩২) নামে দুইজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া দুইটি স্বর্ণেরবারের বর্তমান বাজার মূল্য মোট ১৫ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।
অভিযানকালে তার সাথে থানার সেকেন্ড অফিসার এসআই শাহিন আকতার, মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেখার মোহাম্মদ আল-আমিন, এটিএসআই মিনহাজুল হকসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আটককৃত দুইজনের প্যান্টের ভেতরে (আন্ডার প্যান্টে) লুকানো অবস্থায় মোট দুইটি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। বাসে উদ্ধার অভিযানের শুরু থেকে শেষপর্যন্ত ভিডিও চিত্রও ধারণ করা হয়। একইসঙ্গে বাসের যাত্রী, বাস কর্তপক্ষসহ সকলের সামনে এই দুই স্বর্ণেও বার উদ্ধার করা হয়।
পরেরদিন সকাল থেকে দুপর পর্যন্ত প্রায় ১৫বার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যান ফোনে ফোন দিয়ে স্বর্ণেরবারসহ আসামীদের ছেড়ে দেয়ার জন্য বলেন। না ছাড়লে দেখে নেয়ার হুমকি দেন। তার হুমকিতে কর্নপাত না করে ১অক্টোবর কর ফাঁকি দিয়ে সোনা আনায়ন করায় মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করি।
এদিকে এই প্রতিবেদকের অনুসন্ধান ও আজিজুর ইসলাম (৪০) ও ফারুক হোসেন (৩২)কে আটক করা থেকে শুরু করে তাদের দুই জনের প্যান্টের ভেতরে (আন্ডার প্যান্টে) লুকানো অবস্থায় দুজনের কাছে দুইটি স্বর্ণেরবার উদ্ধার করা পর্যন্ত থানা পুলিশ ও গ্রামীন ট্রাভেলস কতৃপক্ষর সংরক্ষিত ভিডিওতে দেখা যায় একে একে আটক দুজনে তাদের প্যান্টের ভেতরে (আন্ডার প্যান্টে) লুকানো অবস্থায় একটি একটি করে দুজনে দুইটি স্বর্ণেরবার বের করে দিচ্ছেন পুলিশ সদস্যদের হাতে।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন বলেন, স্বর্ণেরবারের মামলা নিয়ে বিপাকে রয়েছেন তিনি। এতো অফিসার, গ্রামীন ট্রাভেলস এর যাত্রীরা ও গ্রামীন ট্রাভেলস কর্তৃপক্ষের সামনে ভিডিও করে স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে। অথচ এ নিয়ে একটি পক্ষ অযথা পুলিশকে বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, উদ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম