আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা যুবদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১২ ঘটিকার সময় গুইমারা উপজেলা যুবদল সভাপতি কাজী আরিফুল ইসলাম-এর সভাপতিত্বে বিএনপি কার্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা আবু জাফর ইকবাল স্বপন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউসুফ বিন জলিল, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগ কেন্দ্রীয় সংসদ মোশারফ হোসেন দীপ্তি, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিনার, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মুঞ্জুরুল আজিম সুমন, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, গুইমারা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সালমান হোসেন, গুইমারা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম প্রমূখ।
এতে বক্তারা দেশব্যাপী ধর্ষণের ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করে বলেন, রাজনৈতিক মদদপুষ্ট এবং সরকার দলের আশ্রয়ে সারাদেশে ধর্ষণের ঘটনা ঘটছে। এত কিছুর পরও জড়িতদের যথাযথ বিচার না হওয়ার ফলে অপরাধমুলক কর্মকাণ্ড আরো বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করে সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিতে পারে সে পরিবেশ দাবী করেন নেতৃবৃন্দরা।