প্রেস বিজ্ঞপ্তি:
আঞ্জুমানে রহমানীয়া রফিকীয়া মাইজভাণ্ডারীয়া কেন্দ্রীয় খানকার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদে এশা ঢাকাস্থ তেজগাঁও এলাকায় আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানীয়া রফিকীয়া মাইজভাণ্ডারীয়া কেন্দ্রীয় খানকার সভাপতি আবুল কালাম মানিক।মহসচিব আলহাজ্ব মশিউর রহমান মেজবাহের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাউছুল আজম মাইজভাণ্ডারী ওলামা পরিষদের সচিব আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা আল্ আজহারী -মাইজভাণ্ডারী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কাজীর দেউরি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী।বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আহমেদ নুর সাগর, মিনহাজ,হাফেজ মাওলানা রবিউল হোসেন,সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ।মাহফিলে বক্তারা বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:)’র আগমনে আল্লাহর সৃষ্টি জগত আলোকিত হয়েছে।পৃথিবীকে যত মহামানব এসেছে সর্বশ্রেষ্ঠ মহামানব হয়েছে মুহাম্মদ (সা:)।তাঁর আগমন ঘটেছে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য।মিলাদ ক্বিয়াম ও মোনাজাত শেষে আগত আশেক ভক্তদের মাঝে তাবরুক বিতরণ করা হয়।