নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম:
লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের সভাপতি লায়ন আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন মো. জিয়াউল হক সোহেলের পরিচালনায় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামশুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল ইসলাম আরজু, রিজিওন চেয়ারপার্সন লায়ন উত্তম কুমার, লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন এহসানুল হক, লায়ন মোঃ রুবেল রানা, লায়ন রেজওয়ান আদর, লায়ন শুভংকর দাশ, জয়েন্ট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিক, এডভোকেট লায়ন শওকত ওসমান, ক্লাব ডিরেক্টর লায়ন জিয়াউর রহমান, লায়ন ইমাম হোসেন,লায়ন সত্যজিৎ দাশ, লায়ন শামীম আজাদ রুবেল, লায়ন আব্দুল কাদের অভি,লায়ন আবদুস সবুর,লায়ন বাবলু সরকার, লায়ন্স ক্লাব অফ চিটাগাং মহানগর ক্লাবের লায়ন মশিউর রহমান মাহি সহ প্রমূখ।
এসময় লায়ন্স নেতৃবৃন্দরা বলেন, ১ম লিও টু লায়ন্স ক্লাবের উদ্যোগে রাস্তার পাশে দৃষ্টি নন্দন বাগান স্থাপন করা হয়, যদিও বিগত ৩বছর আগে ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর এই বাগানটি স্থাপন করেন কিন্তু পরিচর্যা ও ভবঘুরে মানুষের নানাবিধ সমস্যায় বাগানটি বিনষ্ট হয়ে যায়।
লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের উদ্যোগে এবং সদ্য প্রাক্তন কাউন্সিলর জহুর লালের সার্বিক সহযোগিতায় এই বাগানটি রক্ষণাবেক্ষণ এবং নতুন করে দৃষ্টি নন্দন করার দায়িত্ব নেওয়া হয়।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এই ধরনের কাজের ভূয়সী প্রশাংসা করেন, লায়ন্স জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশের সকল ক্লাব যদি এই কাজে এগিয়ে আসেন তাহলে, আমাদের প্রিয় শহর চট্টগ্রাম তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে।