লাভলু শেখ লালমনিরহাট
গত বৃহস্পতিবার মাগরিব বাদ বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কোরঅান অবমাননার গুজব ছড়িয়ে রংপুরের শালবন এলাকার অাব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে সহীদুননবী জুয়েল কে গনপিটুনি দিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ছাই করার ঘটনায় পাটগ্রাম থানা পুলিশ গত ৩দিনে সন্দেহমূলক ১০ জন কে অাটক করেছে। অাটককৃতদের জিজ্ঞাসা- বাদ করা হচ্ছে। তবে রোববার ৫ জন কে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে এদের ৫ জনের রিমান্ড চেয়েছে। মঙ্গলবার রিমান্ড শুনানী হবে বলে জানা গেছে। অাটককৃত ১০ জনের মধ্যে ৫ জন কে রোববার রাতে বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে সন্দেহমূলক ভাবে অাটক করা হয়।
পাটগ্রাম পুলিশ জিজ্ঞাসা- বাদ করছেন। ঘটনার দিন বুড়িমারী এলাকার জনতা কোরঅান অবমাননার গুজব ছড়িয়ে জুয়েল কে গনপিটুনি দিয়ে হত্যা করে তার লাশ পুড়িয়ে ছাই করা হয়। এঘটনায় পৃথক ৩ টি মামলা হয়েছে। জুয়েল কে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে চাচাতো ভাই সাইফুল ইসলাম বিপ্লব বাদী হত্যা মামলা করেছে। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ শত জন কে অাসামী করা হয়েছে।, ইউপি পরিষদ ভাংচুরের ঘটনায় বুড়িমারী ইউপি পরিষদের চেয়ারম্যান ও পুলিশসহ সরকারী কমঁকতাঁদের সরকারী কাজে বাধা দেয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ অালোচিত ঘটনার পর থেকে সরকারী বেসরকারী সংস্হা গুলো পৃথক তদন্ত করেছেন। তাদের তদন্তে কোরঅান অবমাননার মতো কোন ঘটনা ওইদিন ঘটেনি বলে সাংবাদিকদের জানান। জুয়েল রংপুর ক্যান্ডপাবলিক স্কুল এ্যান্ড কলেজের সাবেক লাইব্ররিয়ান সে চাকুরি চ্যুত হন এবং তার মানসিক সমস্যা ছিল। ওই দিন তার বন্ধুসহ বুড়িমারীতে বেড়াতে এসে এমন গুজবের স্বীকার হন। জুয়েলের অাহত বন্ধুর চিকিৎসা লালমনিরহাট সদর হাসপাতালে চলছে। পুলিশি পাহাড়ায়। সোমবার বিকেল ৪ টা ২২ মিনিটে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন জানান, পৃথক পৃথক অভিযান চালিয়ে গত ৩দিনে ১০ জন কে অাটক করা হয়েছে। খোজেঁ খোজেঁ দায়িব্যাক্তিদের অাটক করে অাইনের অাওতায় নেয়া হবে বলে তিনি জানান।