অশোক দাশ,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সীতাকুণ্ডে আয়োজিত বুধবারের সমাবেশে ১৪৪ ধারা জারির ঘটনায় উপজেলা যুবলীগ এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবে যুবলীগের সহ-সভাপতি নুর সোলেমান সেলিম ও বুধবার সন্ধ্যায় একই স্থানে সংবাদ সম্মেলন করেন উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাজাহানের পক্ষ।
উপজেলা যুবলীগের সহ সভাপতি সেলিম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যুবলীগের সভাপতি শাহাজাহান দীর্ঘ দশ বছর সভাপতির পদ ধরে রেখেছে। সে পূর্বে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো।
তিনি আরও বলেন, ‘আমরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়ার গ্রুপ করি। আমাদের নেতাদের সম্মেলনে দাওয়াত না দেওয়াতে বাধ্য হয়ে পাল্টা কর্মসূচী দিয়েছি’।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল গণি, সদস্য সাহেদ জসিম, মসিউদ্দৌলা শাহিন, এনায়েত উল্লাহ মুকুল,ইমাম হোসেন।
অপর পক্ষ উপজেলা যুবলীগের সভাপতি শাহাজাহান গ্রুপ দাবি করেন, অদৃশ্য শক্তির ইশারায় জীবনে কখনো যুবলীগ করে নাই ওই রকম এক লোকের আবেদনের প্রেক্ষিতে সমাবেশ বন্ধ করা খুবই হাস্যকর। তিনি বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আকবর হোসেন রিজভি, শাহ কামাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম, সাঈদুল ইসলাম, প্রতাব নাথ, আনিসুল হক আরিফ, আলাউদ্দিন আল মামুনসহ যুবলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বুধবার ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা যুবলীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশে প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। ফলে উভয় পক্ষের নির্ধারিত স্থানে সমাবেশ করতে পারেনি কেউ। তবে উপজেলা যুবলীগের সভাপতি শাহাজাহানের নেতৃত্বে পক্ষটি প্রতিটি ইউনিয়নে পৃথক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। আর উপজেলা হল রুমে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আলম মামুন। একইভাবে অপর পক্ষ উপজেলা সহ-সভাপতি সেলিম মুরাদপুর এলাকায় কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্ল্যাহ আল বাকের ভুঁইয়া।
১২.১১.২০২০ইং