কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম :
চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা আওয়ামী যুবলীগ ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
সকালে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলােচনা সভা শেষে কেক কাটে নেতৃবৃন্দরা। হাটহাজারী উপজেলা যুবলীগের সভাপতি আকতার হােসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন- যুবলীগ নেতা সাহেদুল হক খােকন, দোস্ত মােহাম্মদ, মাসুদুজ্জামান সােহেল, আনােয়ার মেহেদী, এমরান হাসান, আনােয়ার হাসান, জসিম উদ্দীন, পৌর যুবলীগের আইয়ুব খাঁন লিটন, জসিম উদ্দীন রকি, সুমন চৌধুরী, ইসমাইল, হাবিবুর রহমান রাজু, ইকবাল বাপ্পী, রাকিব উদ্দীন, বদিউল আলম, শওকত এমরান বাবুল, রুবেল, মিল্লাত হাসান, হাসেম, সালাউদ্দীন, হানিফ বাদশা, ফারুক, ওসমান, আনােয়ার, নেজাম, আক্কাস, মঈন, খােকন, নঈম প্রমুখ।
বক্তারা বলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভুমিকা রাখে’
আলােচনা সভার পর উৎসব মুখরিত নেতা-কর্মীদের মাঝে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এসময় উপজেলা, ইউনিয়ন, পৌর এবং ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মীরা অংশ নেন।