1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করে সচেতনতা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

আনোয়ারায় করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করে সচেতনতা

বদরুল হক :-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ১৯৭ বার

করোনার দ্বিতীয় ঢেউ ও শীতকালে সংক্রমণ বৃদ্ধির যে আশঙ্কা করা হচ্ছে, তা মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে সরকার। বিদেশ থেকে আসা ব্যক্তিদের জন্য কোয়ারেন্টিনের (সঙ্গনিরোধ) আয়োজন করতে সারা দেশের সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়াতে প্রচারণা জোরদার করার কাজও শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক ব্যবহারের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর আগের দিন প্রধানমন্ত্রী বলেছিলেন, বিদেশ থেকে আসা প্রত্যেক ব্যক্তির কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। মাস্ক ব্যবহারের পাশাপাশি মানুষকে সচেতন করার কাজে যুক্ত হওয়ার জন্য সরকার ইতিমধ্যে মাঠ প্রশাসনকে নির্দেশও দিয়েছে। তার আলোকে আজ ১৭ নভেম্বের ২০ মঙ্গরলবার বিকালে জনসাধারণকে মাস্ক বিতরন করে জন সচেতনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানবীর হাসান চৌধুরী, তিনি বলেন,বেশ কিছুদিন ধরে এটা ধারণা করা হচ্ছে যে শীতকালে দেশে করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে। পাশাপাশি করোনার সংক্রমণ আরও প্রবল হতে পারে বা করোনার দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কা আছে দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশংকা করা হলেও জনগণের মধ্যে এব্যাপারে সচেনতা নেই এবং রাস্তাঘাটে মাস্কের ব্যবহার ন্যূনতম। মাস্কের ব্যবহার নিশ্চিত করতে।” নো মাস্ক নো সার্ভিস” অথ্যাৎ মাস্ক না পরে কোন সেবা নেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জয়কালী বাজার ও চাতরী চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মাইকিং করে জনগনকে সচেতন এবং মাস্ক বিতরণ করা হয়।

তিনি আরো বলেন,সবাইকে সচেতন থেকে দ্বিতীয় ধাপের করোনা মোকাবেলা করার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net