আবদুল আলী
খাগড়াছড়ির গুইমারাতে মাস্ক না পড়ে স্বাস্থ্য বিধি লংঘনের অভিযোগে ২১ নভেম্বর শনিবার অভিযান চালিয়ে ২১ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ জালিয়াপাড়া চৌরাস্তা ও গুইমারা বাজারে অভিযান চলিয়ে মাক্স না পড়ায় ২১ জনকে দুই হাজার একশত টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে জনসাধারণ কে সচেতন করতে অভিযান অব্যাহত থাকবে।