কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
হাটহাজারী পৌরসভার মিরেরহাটে বিট নং ৩, ৪, ৫ ওয়ার্ডের বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওয়ার্ডের বিট পুলিশিং কর্মকর্তা এসআই মো. আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে মিরেরহাট সিটি প্লেস কনভেনশন হলে অনুষ্ঠিত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন- হাটহাজারী মডেল থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- আল হুদা মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মীর ইদরিছ, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল প্রধান শিক্ষক সেলিম উদ্দিন রেজা, হাটহাজারী পৌরসভা সহায়ক সদস্য আজম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা হাবিবুল হক বাবু, সাংবাদিক মনছুর আলী, মিরেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন।
মতবিনিময় সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন হাটহাজারী উপজেলা শাখার পক্ষে নব নিযুক্ত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এতে কমিশনের নির্বাহী সভাপতি এম এম আজিজুল হক, মানবাধিকার কমিশন এর উপজেলা সেক্রেটারি ও ইসলামী আন্দোলন নেতা আলহাজ্ব মুহাম্মদ ফোরকান সিকদার, সাংবাদিক মাহমুদ আল আজাদ, হাফেজ জামশেদ, হারুন চৌধুরী, মোতাহের, নন্দি গোপাল বণিক, আইয়ুব পাবেল, মিজান, সেলিম, শাহাদাৎ, নুরুচ্ছফা, আজিজ, জাবেদ প্রমুখ।