পটিয়া প্রতিনিধি
আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মনোনয়ন প্রত্যাশী বাহুলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরমান হাবীব। এই উদীয়মান রাজনীতিবীদ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষভাবে জড়িত। তার পরিচ্ছন্ন রাজনীতি, মানুষের প্রতি সহানুভূতি, বিপদে আপদে সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে এলাকার নবীন- প্রবীণ সবার মধ্যমনি হয়ে উঠেছেন অল্প সময়েই।
মো. আরমান হাবীব পটিয়া পৌরসদরের ৭ নং ওয়ার্ডের আবদুর শুক্কুর ও মাতা খাইরুন নেছার দ্বিতীয় সন্তান। তিনি ১৯৯৫ সালে মাধ্যমিক, ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিক, ২০০১ সালে ¯œাতক, ২০০২ সালে মাস্টার্স, ২০০৩ সালে এমবিএ এবং ২০০৪ সালে চার্টার্ড একাউন্টিং(সিএ) ডিগ্রি অর্জন করেন।
আরমান হাবীব একাধারে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাহুলী স্কুলের জয়েন সেক্রেটারী, বাহুলী প্রগতি সংঘের কার্যনির্বাহী সদস্য, বাহুলী কাজী রিয়াজউদ্দীন শাহ মসজিদের কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে মানব সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন।
আরমান হাবীব এই প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতকারে বলেন, কাউন্সিলর হিসেবে যদি তিনি নির্বাচিত হয়ে নবীন-প্রবীণদের সমন্বয়ে ৭নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। ৭নং ওয়ার্ডকে সম্পূর্ণ ডিজিটালাইজড ওয়ার্ড হিসেবে রুপান্তর করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। ওয়ার্ডের সব মানুষের তথ্য একটি সার্ভারে নিয়ে এসে ধনী, মধ্যবিত্ত, গরীব তিন ক্যাটাগরীতে ভাগ করে গরীব ও মধ্যবিত্তদের জীবনযাত্রার মান উন্নয়নে উপর্যোপরি পদক্ষেপ গ্রহণ করবেন। তার ওয়ার্ডকে সম্পূর্ণ সিসি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা হবে এবং তা মনিটরিং করার জন্য সর্বক্ষণ দু’জন দায়িত্ব পালন করবেন। এলাকায় কোন আঞ্চলিকতা থাকবেনা। সবাই মিলেমিশে থাকবেন। এবং তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাহুলীতে বেড়ে যাওয়া কিশোর গ্যাং অপরাধী সহ মাদক কারবারীদের অপরাধ সম্পূর্ণ নির্মূল করা।
উল্লেখ্য ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কামাল উদ্দীন বেলাল ছাড়াও মনোনয়ন পেতে মরিয়া ৭নং ওয়ার্ড যুবলিগ সভাপতি নাজিম উদ্দীন(নাজু) ও হাসান মুরাদ বিপ্লব।