1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভায় বেজে উঠেছে নির্বাচনী ঢোল, সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে মাঠে রয়েছে একজন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

রাউজান পৌরসভায় বেজে উঠেছে নির্বাচনী ঢোল, সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে মাঠে রয়েছে একজন

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৭৬ বার

রাউজান পৌরসভায় বেজে উঠেছে নির্বাচনী ঢোল। আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের মনোনয়ন পেতে সম্ভাব্য চার মেয়র প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে অনেক আগেই।সম্ভাব্য প্রার্থীরা দলীয় সমর্থন পেতেও জেলা ও কেন্দ্রের শীর্ষ নেতাদের মন জয় করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।তারা নানা কৌশলে নিজে প্রার্থী হওয়ার বিষয়টি দলের শীর্ষ পর্যায়ে ও এলাকার ভোটারদের কাছে প্রকাশ করছেন। রাউজান পৌরসভায় আ.লীগের চার জন সম্ভাব্য মেয়র প্রার্থী হলেও মাঠে রয়েছে একজন।ইতিমধ্যে তিনি কেন্দ্রের পাশাপাশি মাঠ পর্যায়ে ওয়ার্ডের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা ও বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে নির্বাচনী মাঠ সবর রেখে গণসংযোগ চালাচ্ছেন।তবে কে হচ্ছে নৌকার মাঝি তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শেষে নেই।জানা যায়,আ.লীগের চারজন সম্ভাব্য মেয়র প্রার্থীর পাশাপাশি বিএনপির ও জাতীয় পাটির মেয়র প্রার্থীর নাম শুনা যাচ্ছে।তবে বিএনপির ও জাতীয় পাটির সম্ভাব্য মেয়র প্রার্থীরা সরাসরি মাঠে নামেননি। আ.লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র ও জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিত,রাউজান উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা আ.লীগের কার্যনির্বাহী সদস্য জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও রাউজান আ.লীগের সাবেক সভাপতি মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবীর বড় পুত্র সাইফুল ইসলাম চৌধুরী রানা, রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক ভাবপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নির্বার্হী সদস্য আ.ম ইয়াছিন মাহামুদ।অপরদিকে বিএনপি’র সম্ভাব্য মেয়র প্রার্থী হিসাবে জাফর আহম্মদ চৌধুরী ও সেকান্দর হোসেন চৌধুরী নাম শুনা গেলেও মাঠে নেয় তারা।জাতীয় পাটির প্রার্থী হিসাবে সাবেক চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আকবরের নাম শুনা যাচ্ছে।বর্তমান মেয়র দেবাশীষ পালিত বলেন, আমাকে রাজনীতির শীর্ষ পর্যায়ে সকলে জানেন এবং চিনেন।আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আবারো মনোনয়ন দিলে আমি নির্বাচন করতে প্রস্তুত। আ.লীগের চার সম্ভাব্য প্রার্থীর মধ্যে মাঠে থাকা করোনা যুদ্ধা, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে এই পর্যন্ত দীর্ঘদিন ধরে দলীয় কর্মকান্ডে একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ,মৃত ব্যক্তির লাশ দাফন-কাফন করে পৌরবাসীর পাশে রয়েছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। আগামী দিনে রাউজান পৌরসভার নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দল থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেলে নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমি পৌরবাসীর জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে সেবা করে যাবো।সম্ভাব্য মেয়র প্রার্থী রাউজান উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা জানান, আমি আমার পিতা রাউজান আ.লীগের সাবেক সভাপতি মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবীর আদর্শে বড় হয়েছি।মাননীয় প্রধানমন্ত্রী আমার পরিবার ও আমার রাজনৈতিক অবস্থান বিশ্লেষণ করে নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন এটাই আমি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম