আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
প্রায় ৬ বছর পর গুইমারার বহুল আলোচিত মোটরসাইকেল চালক ও সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হত্যা মামলার রায় হলো। ২৯ নভেম্বর খাগড়াছড়ি জেলা দায়রাজজ আদালতের বিচারক রেজা মোঃ আলমগীর হাসান রায় ঘোষণা করেন।
মামলার রায়ে একমাত্র আসামীকে যাবতজীবন স্বশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
গত ২৭ অক্টোবর ২০১৪ সালে কম দামে মোটরসাইকেল কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নগদ এক লক্ষ টাকাসহ আনোয়ারকে মিরশ্বরাই উপজেলায় নিয়ে যায় খুনি জসিম। এরপর থেকে দুজনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দুইদিন পরে ২৯ অক্টোবর বিকাল ৩টায় উপজেলার ২নং বারইয়াডালা ইউনিয়নের বহরপুর গ্রামের নাজিম উদ্দিনের পুকুরে আনোয়ারের মরদেহ ভেসে উঠলে ফেসবুকে ছবির মাধ্যমে নিহতের পরিবার নিশ্চত হয়ে ঘটনাস্থলে গিয়ে আনোয়ারের মরদেহ এলাকায় নিয়ে আসে।
২০১৪ সালের ২০ ডিসেম্বর মৃত আনোয়ারের বড়ভাই মোশাররফ হোসেন বাদী হয়ে হত্যাকারী জসিম উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করে। দীর্ঘ প্রায় ৪ বছর পর ২০১৮ সালের ২০ অক্টোবর সীতাকুণ্ড কমলধর থেকে জসিমকে গ্রেফতার করে সি আই ডি পুলিশ। ৬ পর আজ প্রত্যাশিত রায় ঘোষণা হলো। রায় ঘোষণার পর বাদী মোশাররফের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন আমার ভাইয়ের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) বিধান কানুনগো।