1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মরহুম আবু ছালেক কোম্পানি (চেয়ারম্যান) মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

মরহুম আবু ছালেক কোম্পানি (চেয়ারম্যান) মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ২৩৭ বার

মরহুম আবু ছালেক কোম্পানি (চেয়ারম্যান) মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে চ্যাম্পিয়ন ফুটবল একাডেমি অফ অভিযান ক্লাব ।
মীরসরাই উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন করেরহাটস্থ অনির্বাণ ক্লাব, গেড়ামারা কর্তৃক আয়োজিত “মরহুম আবু ছালেক কোম্পানি (চেয়ারম্যান) মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল গত ২৭ নভেম্বর গেড়ামারা ওয়াপদা মাঠে দুপুর ৩টায় অনুষ্ঠিত হয়।
এতে রহমতপুর একতা ক্রীড়া সংঘ, ফটিকছড়িকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ফুটবল একাডেমী অব অভিযান ক্লাব, করেরহাট। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকলে খেলা ট্রাইবেকারে গড়ায়।

ফাইনাল খেলার উদ্বোধন করেন কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে। মীরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান ছিলেন বিশেষ অতিথি হিসেবে। সভাপতিত্ব করেন মরহুম আবু ছালেক চেয়ারম্যান এর সুযোগ্য পুত্র, টুর্নামেন্ট স্পন্সর কামরুল হাসান মুরাদ। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উদয়ন ক্লাবের সাধারন সম্পাদক ও ৩ নং ওয়ার্ড মেম্বার মো: শহীদুল্লাহ, মীরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল ভঁইয়া, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, শোয়েব রুমি সহ আওয়ামীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার মুরুব্বি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও ক্লাবের সকল বৃন্দ।
সঞ্চালনা করেন ক্লাবের উদ্যোক্তা দীন মোহাম্মদ। খেলায় রেফারি ছিলেন বিশিষ্ট রেফারি জসিম উদ্দিন, সহকারি ছিলেন মানিক ও দেলোয়ার আর চতুর্থ রেফারি ছিলেন আব্দুল হান্নান। ম্যান অব দ্যা ফাইনাল হন ফুটবল একাডেমী অব অভিযান ক্লাবের জিশান। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন ফুটবল একাডেমী অব অভিযান ক্লাবের আরিফ। রহমতপুর একতা ক্রীড়া সংঘের সাকিব সেরা গোলদাতা নির্বাচিত হন এবং একই দলের গোলকিপার রফিক হন সেরা গোলরক্ষক। এছাড়া, সেরা দর্শক ও শেষ্ঠ সংগঠকদেরও সম্মাননা দেয়া হয়।

চ্যাম্পিয়ন দল ট্রপিসহ ১০ হাজার টাকার প্রাইজমানি আর রানার্স আপ দল ট্রপিসহ ৭ হাজার টাকার প্রাইজমানি পুরষ্কার হিসেবে লাভ করে। খেলার শুরুর প্রাক্কালে সদ্য প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যারাডোনার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সর্বশেষে ১৫ টি পুরষ্কারের জন্য লটারীর ড্র অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ২০২০ টুর্নামেন্টটি উদ্বোধন হয়েছিল। ১৬ দল নক আউট পদ্ধতিতে খেলায় অবতীর্ণ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net