আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের মধ্যে স্থাপন করার দাবিতে গতকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভাগুলোতে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা স¤পাদক মন্ডলীর সদস্য সাদেকুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, সদস্য সুকুমার মোদক, বামজোটের সমন্বয়ক বাসদ মার্কসবাদী জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
মহিলা কলেজটি স্থানান্তরের জন্য প্রস্তাবিত উল্লেখযোগ্য জায়গাগুলো হচ্ছে- জেলা শহরের পুরাতন জেলখানাসহ পুরাতন জজকোর্ট এলাকা, বাংলা বাজার সংলগ্ন অব্যবহৃত স্টাফ কোয়ার্টার, সুন্দরজাহান মোড় এতিমখানা (বালক) এর পেছনের জায়গা, পুরাতন হাসপাতাল ও মাতৃসদনের দক্ষিণ পার্শ্বে পৌরসভা অব্যবহৃত জায়গা, সরকারপাড়াস্থ অব্যবহৃত পাটের গোডাউন, পূর্বপাড়াস্থ টিএন্ডটি’র অব্যবহৃত জায়গা, আদর্শ কলেজ ও আব্দুল হাই আকবর আলী স্কুলের মধ্যবর্তী স্থান। বক্তারা গাইবান্ধার নারী শিক্ষা প্রসারের স্বার্থে উল্লেখিত প্রস্তাবিত জায়গা সমুহের যে কোন একটি জায়গায় গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের মধ্যে স্থাপন করার দাবি জানান।