শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর শাখা-২ এর আওতাধীন ৪নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর ফাতেহা উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১৫ ডিসেম্বর) চিকদাইর আব্দুল আলী জামে মসজিদে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কাজী দেউড়ি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-২ এর সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দীন মানিকের সভাপতিত্বে ও আলমগীর হোসেন খালেকের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন চিকদাইর আব্দুল আলী জামে মসজিদের খতিব আল্লামা নুরুচ্ছাপা, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল শুক্কুর সওদাগর, হাফেজ মাওলানা দৌলত, সংগঠনের উপদেষ্টা রমজান আলী, আবুল হোসেন কালু, জাগির হোসেন টিটু। উপস্থিত ছিলেন জাহাঈীর আলম, কোরবান আলী মিনকু, ছালে জঙ্গীর, মঈনুদ্দিন মানিক, আজগর আলী, মহিউদ্দিন, সাদ্দাম হোসেন, মিনহাজ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আকিব, মো: রাহাত হোসেন, মোঃ ইরফান, রহমান আলীসহ অনেকে। মিলাদ ক্বিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।