নাসিম আজাদ, পলাশ (নরসিংদী)প্রতিনিধিঃ নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে ৬৮ শতাংশ সরকারি খাস জমি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে বেহাত ছিল। একই সঙ্গে উপজেলার গজারিয়া ইউনিয়নের রামাইনন্দী গ্রামে ২৪ শতাংশ খাসজমি বেদখল করে চলছিল ইট ভাটা। উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে ১৮ শতাংশ খাসজমি বেদখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল ঘরবাড়ি। শুধু তাই নয়, উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কাউয়াদী গ্রামে শীতলক্ষ্যা নদীর তীরে ৮ একর ৯৭ শতাংশ সরকারি খাসজমি বেদখল করে চলছিল পার্শ্ববর্তী ইট ভাটা গুলোতে মাটি ব্যবসার মহোৎসব। একাধিক হাতবদল হওয়া এসব খাসজমি দীর্ঘ বছর ধরে ছিল না কোনো সরকারি তদারকিও। তবে এবার মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার দেশে গৃহহীন কেউ থাকবে না, এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে তোর-জোর হয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, দখলমুক্ত হওয়া মোট জমির পরিমাণ ১০ একর ৭ শতাংশ (১ হাজার ৭১ শতাংশ)। স্থানীয়ভাবে এসব খাস জমির বর্তমান মূল্য প্রায় ২০ কোটি টাকা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম অভিযান চালিয়ে জমিগুলো দখলমুক্ত করার পর সাইনবোর্ড ও লাল নিশানা টাঙ্গিয়ে দিয়েছেন। গত তিন মাসে এসব খাসজমি উদ্ধার করার লক্ষ্যে একাধিক অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন,বেদখলে থাকা জমি গুলো উদ্ধার করতে গিয়ে বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে উপজেলাজুড়ে অবৈধভাবে দখলে থাকা সব খাসজমি উদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন বলেন,মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশক্রমে প্রধানমন্ত্রীর স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে সরকারি সব খাসজমি উদ্ধার করার অভিযান অব্যাহত রয়েছে। এসব খাসজমিতে ঘরহীন-ভূমিহীনদের বাসস্থান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে উপজেলার প্রায় ২৫ টি ভূমিহীনদের জন্য বাসস্থানের কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা।