1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ সেবা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন আমার দেশ পত্রিকার নব-যাত্রায় প্রথম প্রতিষ্ঠা-বার্ষিকীতে সুশীল ফোরামের পক্ষ সম্পাদক মাহামুদুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদীর স্মরণে দোয়া মাহফিল রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন খুটাখালী সবুজপাহাড় নুরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশে ১ বছরে ভোটার বেড়েছে ১৬,৬৬৫ জন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতির মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল ঈদগাঁওয়ে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ২ লাখ টাকা জরিমানা জুবায়ের রহমান চৌধুরী প্রধানবিচারপতি হয়ে ওঠার স্মৃতি : অধ্যাপক এম এ বার্ণিক

চকরিয়ায় ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ সেবা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৩২৭ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রোববার ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টা হতে বিকাল সোয়া ৪টা পর্যন্ত দিনব্যাপি ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ সেবা কর্মসূচি সম্পন্ন হয়েছে। দুর্নীতিমুক্ত ভূমি সেবা গ্রহণে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এ সেবা কার্যক্রমের আয়োজন করে।

এতে তথ্য ও পরামর্শ সেবার কর্মসূচির মাধ্যমে চকরিয়া উপজেলা ভূমি অফিসে আগত সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের ভূমি অফিসের বিদ্যমান সেবা, সেবার মূল্য ও সেবা প্রাপ্তিতে করনীয় বিষয়ে পরামর্শ দেয়া হয়। বিশেষ করে স্ব-উদ্যোগে নির্ধারিত সরকারি ফি দিয়ে সেবা গ্রহণ ও অন্যান্যদের মাঝে তা প্রচারের জন্য আহবান জানানো হয়। পাশাপাশি সেবা গ্রহণের ক্ষেত্রে কোন অভিযোগ ও পরামর্শ থাকলে সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে লিখিত অভিযোগ প্রদান অথবা ভূমি অফিসে রক্ষিত অভিযোগ ও পরামর্শ বাক্সে জমা দিতে অনুরোধ জানানো হয়।

এ সময় কিছু সেবাগ্রহীতা অভিযোগ করে বলেন নিজে নিজ উদ্যোগে খতিয়ান করলে দীর্ঘসূত্রিতা ও হয়রানী হওয়ার বিষয়ে এলাকায় একশ্রেণির দালাল প্রতিনিয়ত প্রচার করছে। যার ফলে অশিক্ষিত সাধারণ জনগন অফিস মুখি না হয়ে দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা দিয়ে সেবা নিচ্ছেন এবং এটা অনেকদিন ধরে চলে আসছে। কেউ কেউ অতি প্রয়োজনে সেবা নিতে আসলেও দীর্ঘসূত্রিতার কারনে আর অফিসমুখি হন না। কিন্ত খতিয়ান সৃজন সরকার নির্ধারিত ফি মাত্র ১১৭০/- (এক হাজার এক শত সত্তুর টাকা) টাকা সেটা গ্রামে-গঞ্জে অনেকেই জানেন না। এটা জানলেও জনগণ কম টাকায় সেবা নিতে নিজ উদ্যোগে এগিয়ে আসতেন। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের উদ্যোগ গ্রহণের দাবী জানান।

সাধারণ জনগনের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ ও পরামর্শ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) চকরিয়া তানভীর হোসেনকে অবহিত করা হলে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় তিনি জানান বর্তমানে সচেতন সেবাগ্রহীতারা সরাসরি ভূমি অফিসে এসে সরকার নির্ধারিত ফি দিয়ে সেবা নিচ্ছেন। এছাড়াও জনসচেতনতায় উপজেলা ভূমি অফিস, সকল ইউনিয়ন ভূমি অফিস/তহশীল সেবা, সেবার মূল্য, সেবা গ্রহনের অনিয়ম পরিলক্ষিত হলে অভিযোগ দানের বিষয়ে তথ্যবোর্ড স্থাপন করা হয়েছে। যে কোন ধরণের অতিরিক্ত ফি গ্রহণ বা অভিযোগ থাকলে আমাকে জানালে আমি দ্রুত ব্যবস্থা নেব। এ ছাড়াও বর্তমানে অনলাইন নামজারি আবেদন চালু থাকায় ভোগান্তি ও দীর্ঘসূত্রিতার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net